কাশফুল
তটিনীর তটে জেগে ওঠে কাশফুল,
অন্তরীক্ষে বলাহক ছুটাছুটি করে;
হাওয়ায় দোল খেয়ে দ্রবীভূত কূল
জলে আর মৃত্তিকায় প্রেমানন্দে মরে ।
মৃদু হেঁটে তরুণীরা পাশ দিয়ে চলে
শুভ্র এ জান্নাতে অনাবিল আবাহন,
জগতের যতো বুলি সুনয়না বলে
চিত্তের নৈরাশ্য হয়ে যায় বিমোচন ।
কদাচিৎ পাল তুলে ভেসে যায় তরী
মনোরম পরিবেশে অর্বাচীন টান,
দিন শেষে নেমে আসে শান্ত বিভাবরী
মোহময় অনুভূতি হয় অবসান ।
প্রকৃতির ভাব লীলা উত্তম স্ফুরণ,
যতই দেখি হয়না কভূ বিস্মরণ ।
৯ ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।
মেঘের ভেলা
ওই দূর আকাশে মেঘের ভেলা উড়ে,
মনের মাঝে ছন্দ কতো তাকে ঘিরে ।
আমার যদি থাকতো ডানা, উড়তাম তার সাথে;
মর্ত্য মায়া সকল ছেড়ে হারাতাম অজানাতে ।
সারা বেলা ঘুরতাম শুধু উৎসবে মোহে মেতে
ফিরতাম না কখনো দুনিয়ার নীড়ে ।
মেঘপুঞ্জের সহিত জমে করতাম পিরীত,
মুগ্ধ হয়ে অহর্নিশ গাইতাম প্রেমগীত ।
ভাবালোকে কখনো নয়নে আসতোনা বিষ-নিদ
প্রহর কাটতো শুধু নাচানাচি করে ।
কখনো কখনো হৃদয় আমার কতো কিছু চায়,
বুঝিনা কিছুই আমি- তারে খুশি রাখা ঢের দায় ।
তারে যদি ব্যথা দেই, জ্বলে পুড়ে মরি হতাশায়
প্রসন্ন রাখতে ঘুরি ভাবের দ্বারে ।
২০/০২/২০০৮
একটি পাখি
শরতের একদিন- চলিতেছি পথে;
দেখিতেছি পাখপাখালি আনন্দে মেতে ।
সহসাই একটি পাখি দেখিনু উড়ে
বসিছে ঝোঁপের ঝাড়ে পাখা দুটি নেড়ে ।
লাল, নীল, ডোরা কাটা বিহঙ্গের পাখা,
ওষ্ঠেতে একবিন্দু আবীর যেন মাখা ।
পা দুটি অতি কোমল, আঁখি টলমল;
করিতেছিলো চোখের নীর ছলছল ।
সবুজ ধানের ক্ষেতে সবুজের রঙ,
সাজিয়াছে পাখিটি যে অপরূপ সঙ ।
আকাশের নীলিমায় ছড়াল যে ছায়া,
পাখির শোভার সুরভিত ব্যোম কায়া ।
বাঁশের ঝাঁড়ে স্বর্গের সুধা যেন ঝরে
পড়িলো উচ্ছ্বাসে বৃষ্টির মতন করে ।
এত যে রূপ পাখির যেন কোন কবি,
আঁকিয়াছে জগৎ জোড়া এ ছায়াছবি ।
হৃদয়ের মোহনাতে শিহরণ লাগে,
হলেম দিওয়ানা পাখির অনুরাগে ।
১ আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ
শরৎ বন্দনা
সুবিশাল আকাশের দূর সীমানায়,
সাদা সাদা মেঘপুঞ্জ ভেসে ভেসে যায়
শিমুল তুলার মতো কোনো দূর দেশে,
অচেনা অজানা পথ সীমা ভালোবেসে ।
কাশফুলে ছেয়ে আছে স্রোতস্বিনী তীর,
দল বেঁধে যুগলেরা করেছে যে ভিড় ।
রূপসীরা ফুল তুলে হেন খোঁপা ’পরে
পরেছে যে সে-ই ফুল সযতন করে ।
থই থই করছে যে ব্রহ্মপুত্রে জল,
পাল তুলে ফেরি কতো করে চলাচল ।
মাঝে মাঝে ঢেউগুলো ঘুরপাক খায়,
উথাল হাওয়া লেগে দেহ শিহরায় ।
দিন শেষে নেমে আসে সুনিবিড় সাঁঝ,
একা কূলে বসে আমি ফেলে সব কাজ ।
২৭ ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৪