তোমাকে আমার প্রয়োজন তবে,
কোন সখ বা বন্ধু হিসেবে নয়।
নপুংষক হলেও বিলাসী প্রেমের
ছলনা তোমার চোখে দেখেছি
ঘর ভাঙ্গার চাইতে তুমি আমার
রক্ত টেনে নিয়েছ ওয়ান টাইম সিরিঞ্জে
স্বচ্ছ মন ঘোলাটে যখন
ঈর্ষা তোমার হবে মানবিক কারণে।
জমেছে যখন ভালোবাসার ঘরে ঈর্ষা
দুঃখ তো বাড়বে সেখানে
যতই অভিনব রঙিন পানি খাওয়াও?
আঁধার জীবনে স্বপ্নে আঁকি তোমার মুখ, ভ্রুযুগল
অন্ধ হৃদয় চোখে
সেই পোট্রেট দেখবে কিভাবে
আমি যে এখনো ফুল পাখি নারি.....