তোমার মুখে শুনেছিলাম প্রথম বিকৃত রুচি
তখন বুঝিনি কাকে বলে বিকৃত রুচি
দিন যায় রঙ্গিন পানিতে রঙ খাওয়া সুখে
ফুরিয়ে আসে, ক্লান্তিতে সুখ বিপর্যস্ত
তখন কি'না বললে নারী মানে ভোগ্যপন্য
ইচ্ছে ঘুড়ির মত নাচালে, নাচতে হবে
ভালোবাসা যেন কেনা দাস, বাদী, গোলাম?
নিরব রাখতে পারিনা বলে দিলাম বিকৃত রুচি
সে তো তুমি ---ই----
জ্বলে আগুনে পেট্রোল তুমি দিলে পুড়িয়ে
আমার প্রথম প্রেম।
সব শূন্যতা নির্ভরতার চাবি নিজের হাতে কর
স্বর্গ থেকে পৃথিবীতে
উপঢৌকন নয় আমি কিনতে চাই অটুট যৌবন
রাতের প্রহর গুণে পুরানো ডায়েরীর হিসেবী পাতায়
কত ভালোবাসাকে আয়ু ফুরিয়ে দিয়েছে!
রাজনীতির রাজ পুরুষ জয় হোক তোমার
অনুরোধ তোমার প্রয়াত বাবা-মার
আর কখনো পেছনে ডাকবে না ছলনার অশ্রুজল ফেলে
মায়াকান্না কেবল নারীদের জন্য সহনীয়
তুমি তো নারী নও? কেবল রাজনীতিবিদ
তার কিছু অভিজাত্য তোমাকে বেশ মানিয়ে যায়
ভালো থেকো প্রথম প্রেম! প্রথম দিনের মত।