সে ছিল সুন্দর বুঝিনি ঘাসের জমিনে ফুটে থাকা
গোলাপী পরাগে।
অশ্রু মাখা নোনাজলে কেটে গেছে কত
মধ্য রাত।
কৃষ্ণের বাঁশি কান পেতে শুনেছি একাকী
চোখের কাজলে দেখি কৃষ্ণ পুরুষ ও আমি রাঁধা।
অশ্রু সরোবরে পদ্ম ফোটে
হৃদয়ে তখন জ্বালাই পিদিমের আলো।
মধ্য রাতে কৃষ্ণকে চুম্বন করব বলে,
মৃত্যু মহলে করি একাকী আয়োজন।
মধ্য রাত ও আমি
কৃষ্ণকে না পেয়ে অন্ধকারে নিথর হয়ে যাই