স;খ্যা লঘু পরিবারের ৯ জন নারী-পুরুষ-শিশুকে অপহরন করে জোর করে বসত ভিটাটি লেখে নেয়ার মত কুকর্মটি ঘটেছে খোদ ঢাকায়| ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, কুকর্মের নেতৃত্বে ছিলেন আওয়ামীলীগের এক হিরো|
মজার ব্যাপার, অধিকা;শ পত্রিকা ও টিভি নিউজই লীগের হিরো যে ঘটনা ঘটিয়েছে সেটা চেপে গেছেন|
মানবতার সেবায় নিয়োজিত শাহরিয়ার কবির, মুতা মামুন, জিল্লু রহমান সিদ্দিক্কা, সুফিয়া চক্রবর্তী, জাফর ইকবালরা গ;রা টু শব্দটিও করছেন না|
ঠিক এই ঘটনাটিই যদি অন্য কোন সরকারের আমলে ঘটতো তা হলে এই মানবতাবাদীরা স;খ্যা লঘুরে মাইরা ফালাইলোরে, কাইট্যা ফালাইলোরে, তালেবান হইয়া গেলরে বলে বিলাপ করতে করতে কান ঝালা পালা করে দিত.......।
দালালগুলার কথা মনে পরতেই ওয়াক থু .....
Click This Link