বাড়ছে হাহাকার, বাড়ছে দীর্ঘশ্বাস,
সম্পর্কের নানা টানা-পোড়েনে.......
রাতের পর রাত পোড়ে নিকোটিন
যন্ত্রণা দেয় তোমার উদাসীনতা,
ঘুমন্ত মুখে তোমার নিষ্পাপ সৌন্দর্য,
অস্থির অশ্বারোহী ছুটে বেড়ায় বুকের গভীরে----
ছিন্ন কক্ষপথে দিকহীন উপগ্রহের মত
তুমি আমি ছুটে চলছি দূর থেকে দূরে.....
মনে পড়ে, তোমার সেই লাজুক দৃষ্টি
আয়নায় চকিতে তোমার ছবি....
আমার কষ্টে তোমার কেঁদে উঠা...
নিজেকে হারিয়ে তোমার আমাকে খুঁজে পাওয়া....
হারিয়ে যাওয়া আজ নিয়তি যেন---
কৃষ্ণ গহ্বর শুষে নেয় আজ জীবনীশক্তি,
রক্তকণিকায় জীবন্মৃত অনুভব,
পাগলের মত হাতড়ে বেড়াই ভালবাসার ইনহেলার,
আর একটিবার আত্মসখা--- আবারো নিয়ে চল ঘোরহীন সূর্যের পারে
নরম রোদ চনমনিয়ে উঠুক হৃদয়ের বালুকাবেলায়.....
লালচুড়ির ঝন্কারে বাজুক সন্ধ্যাবাতির শঙ্খনাদ।