অনেক অনেক দিন হলো সামুতে আশা হয়না............লেখা হয়না তার থেকেও বেশী কিন্তু আজকে সকালের ঘটনার পর সামুর সবাইকে বন্চিত করতে ইচ্ছে করলো না ..............ঘটনা কি শুনেন...........।
গত কাল রাতে তো এম্নিতেই ভীষন গরম তার পর শুতে শুতে রাত প্রায় ২ টা বেজে গেল.............ফজরের আজান কানে যাবার কিছুক্ষন পর উঠি উঠবো করছি এ সময় তারস্বরে মোবাইল বেজে উঠলো.........।হাসপাতালের জরুরী কল ভেবে মোবাইলটা তুলে দেখি আননোন নম্বর...।তারপর ও সালাম দিয়ে রিসিভ করলাম।উত্তর আসলো ----ওয়ালাইকুম আস সালাম ওয়া রহমাতুল্লহি ওয়াবারাকাতুহু.........।গলা যতসম্ভব বিকৃত করার চেস্ঠা...........।বললো এই শুভ সকালে কি বাবাজীর সাথে কথা বলতে পারি ।বললাম না আমি নামাজের প্রস্ততি নিচ্ছি এখন কথা বলবো না .............বলে বাবা আমি জীনের বাদশা, এক কামেল পীরের মাজার থেকে বলছি.... আমি নিরুত্তাপ গলায় বললাম....।বললাম তো নামাজ পড়বো এখন কথা বলবো না ................।বলে নামাজ শেষ করে কি বলবে বাবা ..বললাম না .....।বলে কেন তুমি মনে হয় আমাকে চিনতে পারো নাই। আমি বললাম আমার আসলে জ্বীন জাতির সাথে কথা বলার সময় নেই .. বিরক্ত করেন না নামাজ টা শেষ করতে দেন.............।উনি রেখে দিলেন। আমিও নামাজ শেষ করে শুয়ে পরবো দিখি আবার ফোন.........। মহা যন্ত্রনা ..................। এবার গলা আরও মধুর করে সালাম দিলাম (বেচারা জ্বীনের বাদশাহ অসম্মান তো করা যায় না .......।) বললাম বলেন কি ববেন তিনি আমাকে নামাজ পড়ার জন্য ইনিয়ে বিনিয়ে ধন্যবাদ দিলেন....।আমি বললাম..।আল্লাহ ত নামাজ আমাদের দুজনের উপরেই ফরজ করেছেন তা আমি নামাজ পড়লাম কিন্তু আপনি ???????????? তিনি প্রসন্গ পাল্টে বললেন তা বাবাজী দান খয়রাত তো করতে হবে নাহলে আমি কথা কেড়এ নিয়ে বললাম না হলে কিছুই হবেনা ........। আমি আপনাকে কোন দান করবো না বললো আপনার ভালোর জন্য আমি ফোন করেছি সবাই আপনার মতো ভাগ্যবান হয়না যে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ............। আমি বললাম আমার অতো ভালোর দরকার নেই.......। আর যদি আপনিও ভালো থাকতে চান তবে আর ফোন করবেন না কেমন? কারন জ্বীন জাতিকে কিভাবে ভালো রাখতে হয় সেটা আবার আমরা খুব ভালো জানি...কেমন? আমি রেখে দিচ্ছি আর ফোন করবেন না .............বলে রেখে দিলাম ........।জ্বীনের বাদশাহ এখনও ফোন দেয়নি ............ আপনাদের কারো জ্বীনের বাদশাহর ফোন নম্বর লাগলে বলবেন সেভ করে রেখেছি..............
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৩