সকালবেলা ক্যাম্পাস যেতেই দৈনিক আমার দেশের রা.বি. প্রতিনিধি উজ্জল ভাই জানালেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ফলাফল প্রকাশ হবে আজ দুপুরে। দুপুরের পর উজ্জলভাইসহ আমরা 3 জন এবং আরও দুই পত্রিকার দুইজন সাংবাদিক গেলাম সংশ্লিষ্ট বিভাগের সভাপতির রুমে। স্যারকে বলতেই তিনি বললেন একটু পরেই আমাদেরকে ফটোকপি দেয়া হবে। আমরা তখন বললাম, স্যার আমরা যদি রেজালেটর সফট কপি পাই তাহলে অল্প সময়ের মধ্যে আমরা ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে পারব। এক সিনিয়র শিক্ষক তখন বলে উঠলেন, কি কপি? সফট কপি কি জিনিস? ঠিক তখনই চেয়ারম্যান স্যার অফিস পিয়নকে রেজালেটর মূল প্রিন্টেড কপি দেখিয়ে বললেন "দেখতো এটা কি কপি" (অত্যাৎ সফট না হার্ড)তখন বললাম না না স্যার, কম্পিউটারের কম্পোজ করা ফাইলটা হলো সফট কপি, কারণ ওটা সহজেই পরিবর্তন করা যায় আর এটা হল হার্ড কপি। তখন সেই সিনিয়র শিক্ষক হেসে বললেন ও তাই বল। তখন আর এক শিক্ষক আমাদেরকে সফটকপি দেয়ার বিরোধিতা করেন। তখন তাঁর এক জুনিয়র সহকর্মী আমাদের সমর্থন করলে তিনি বললেন-তুমি কম্পিউটার চালাতে জান? আমি 1996 থেকে কম্পিউটার চালাই। আমার জ্ঞান যা বলে তাতে, তাদেরকে সফটকপি দেয়া যাবে না। এই বলে তিনি অফিস থেকে চলে গেলেন। আনন্দের বিষয় হলো সেই জুনিয়র স্যারের সাহায্যেই আমরা অবশেষে সফটকপি পেলাম। আমরা আমাদের ওয়েবসাইটের প্রায় দুবছর জীবনে দু একজন ব্যতিক্রম ছাড়া চলার প্রতি পদে এহেন সিনিয়র শিক্ষক কর্তৃক বাধা প্রাপ্ত হয়েছি।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৬ সকাল ১০:২৪