নভেম্বরের শুরুর ভাগ থেকেই ব্যস্ততার কারণে ব্লগ থেকে গায়েব আমি। আসলে বইমেলার সময় ঘনিয়ে আসতে থাকলেই ব্যস্ততা বাড়ে। আগে থাকতাম ছোট খাট লেখা নিয়ে ব্যস্ত - এবার মোটামুটি বড় কিছু নিয়েই হয়েছিলাম।
বইমেলা সিজন মানেই হলো ব্যস্ততা। লেখকদের ব্যস্ততা, প্রকাশকদের ব্যস্ততা, প্রচ্ছদশিল্পীদের ব্যস্ততা। তবে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটে সম্ভবত প্রেসের। সেই সাথে আমি ব্যস্ত ছিলাম জেমস রলিন্সকে নিয়ে। রলিন্স মানেই থ্রিলারের আড়ালে গুপ্তধন অন্বেষণ, অ্যাডভেঞ্চার, জীবনবোধ, রোমান্টিসিজম, সাইকোলোজি, বিজ্ঞান, কল্পবিজ্ঞান; ইত্যাদির সাথে সাথে যেটা থাকে, তা হলো - বিশাল কলেবর।
আগামী ২৫ই জানুয়ারি(সম্ভাব্য) রোদেলা প্রকাশনী থেকে আসছে জেমস রলিন্স - এর নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার থ্রিলার এক্সক্যাভেশন।
কাহিনী সংক্ষেপঃ
আন্দিজের চূড়ায় প্রায় পাঁচশো বছরের পুরোনো এমন একটা মমি খুঁজে পেয়েছেন ড. হেনরি কঙ্কলিন, যার কোনভাবেই সেখানে থাকার কথা নয়। মমির সাথে এমন আরো অনেক কিছুই আছে – যা খুব বিস্ময়কর।
অন্যদিকে, হেনরির ভাতিজা স্যাম, দক্ষিণের আমেরিকার জঙ্গলের গভীরে দুই উচ্চ চূড়ার মাঝে অদ্ভুত এক জায়গায় গিয়ে পৌঁছেছে। জায়গাটা হাজার হাজার বছর ধরে লোকচক্ষুর অন্তরালে ছিল। সেই সাথে স্যাম আর তার দল জড়িয়ে পড়েছে পৌরণিক তিনটি রহস্যময় দুনিয়ার মাঝে।
অসতর্ক ও অসাবধানীদের জন্য সুচতুর কিছু ফাঁদ বিছিয়ে রাখা হয়েছে। সেই ফাঁদের ওপাশে পড়ে আছে অকল্পনীয় পরিমাণ সম্পদ। সেই সম্পদ কেবল তারাই পাবে যারা অজানা বিপদের মুখোমুখি হতে ভয় পায় না।
কিন্তু এই বিপদজ্জনক যাত্রাটা গিয়ে শেষ হয় কোথায়?
জঙ্গলঘেরা, শীতল শ্বাসরুদ্ধকর কোন গোরস্থানের মধ্যে গিয়ে?
নাকি অন্য কিছু অপেক্ষা করছে স্যাম কঙ্কলিন ও তার অনুসন্ধানী বন্ধুদের জন্য?
সংক্ষেপে বই পরিচিতিঃ
বইঃ এক্সক্যাভেশন
মূলঃ জেমস রলিন্স
অনুবাদঃ মাদিহা মৌ ও আমি অধম (যৌথ)
প্রচ্ছদঃ Riaz Khan
পৃষ্ঠা সংখ্যাঃ ৪১৬
মূল্যঃ ৪৮০ টাকা
প্রি-অর্ডারের জন্য যোগাযোগ করুন অনলাইন বুকশপ Bibidh - বিবিধএর সাথে।
তারা বইটি দিচ্ছে ৩৫% ছাড়ে ৩১২ টাকায় এবং প্রি অর্ডারকারীদের জন্য কোন আলাদা কুরিয়ার চার্জও নেওয়া হচ্ছে না। সাথে প্রি অর্ডারকারী প্রথম ২৫ জন পাচ্ছেন বিবিধ-এর পক্ষ থেকে বুকমার্ক সম্পূর্ণ ফ্রি। (এই অফার সীমিত সময়ের জন্য)
*** প্রথম বই তো - আবেগটা বেশি। যদিও মৌলিক না, অনুবাদ এটা। তারপরও প্রথম তো প্রথমই। সেই সাথে প্রথমটা হচ্ছে আবার আমার প্রিয় লেখকের বই দিয়েই। অনুবাদ করতে গিয়ে বুঝেছি - অনুবাদ করার চেয়ে মৌলিক লেখা সহজ। সেই কষ্ট থেকেই এই বিজ্ঞাপনী পোস্টের সৃষ্টি। আশা করছি - সামুবাসী এই অধমের কথা বিবেচনা করে হলেও এই বইটা সংগ্রহ করে পড়বেন এবং আমাদের কাজ সম্পর্কে দুই খানা বাক্য হলেও প্রকাশ করবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০১