গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তাদের ২০১১ সংস্করণে Wiki Loves Monuments কে বিশ্বের সর্ববৃহৎ ফটোগ্রাফি উৎসব বলে স্বীকৃত দিয়েছে।
প্রথমে একটা দেশ থেকে শুরু হলেও আস্তে আস্তে সেটি ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বেই। তারই ধারাবাহিকতায় এবার সুযোগ পাচ্ছে আমাদের দেশও।
এই প্রতিযোগিতাটা প্রতিবছর সেপ্টেম্বর মাসব্যাপি অনুষ্ঠিত হয়। উইকিমিডিয়ার সদস্য, বিভিন্ন গ্রুপ এবং উইকিপিডিয়ার স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় এই প্রতিযোগিতাটা চালনা করা হয়। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য পৃথিবীর প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ছবি তুলে সেগুলোকে সবার সামনে তুলে ধরা।
প্রতিযোগিতার ইতিহাস
এই প্রতিযোগিতাটা প্রথমবার আয়োজিত হয় ২০১০ সালে। তবে, সেইবার প্রতিযোগিতাটা শুধু নেদারল্যান্ডেই হয়েছিল। উদ্দেশ্য ছিল ডাচদের জাতীয় প্রত্নতাত্ত্বিক স্থান গুলোর ছবি তোলার দিকে ফটোগ্রাফারদের আগ্রহী করা। নির্দিষ্ট কয়েকটি স্থান ভাগ করা দেয়া হয়েছিল ছবি তোলার জন্য। প্রথমবার প্রায় সাড়ে বারো হাজারের মত ফটোগ্রাফার অংশ নিয়েছিল।
প্রথমবারের সফলতা দেখে ইউরোপের অন্যান্য দেশগুলোও আগ্রহী হয়। ইউরোপের ১৮ টি দেশ অংশ নেয় সেই প্রতিযোগিতায়। ১৮টি দেশ থেকে প্রায় ১,৭১,০০০ এর মত ফটোগ্রাফার শরীক হয়েছিল ঐ আসরের। সেইবার প্রায় ১,৭০,০০০ এর মত ছবি জমা পড়েছিল। ২০১১ এর প্রতিযোগিতাই বিশ্বের সবচেয়ে বড় ফটোগ্রাফি প্রতিযোগিতা হিসেবে স্থান পায় গিনেসবুকে।
২০১২ তে প্রতিযোগিতার পরিসর আরো বড় হয়। ইউরোপের গন্ডি থেকে বেরিয়ে আসে। প্রায় ৩৫ টার মত দেশ অংশ নিয়েছিল সেই আসরে। ছবি জমা পড়েছিল ৩,৭০,০০০ এর মত।
এরপর থেকে আরো বাড়তে থেকে প্রতিযোগিতার পরিসর।
প্রতিযোগিতার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন - এই লিঙ্কে
এবার পরিধি বেড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও।
প্রতিযোগিতায় যে সব প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ছবি দেওয়া যাবে তার একটা তালিকা দিয়ে দিয়েছে উইকি কমনস কর্তৃপক্ষ। এই তালিকার বাইরের কোন স্থানের ছবি গ্রহণ যোগ্য হবে না।
তাদের নির্দিষ্ট করে দেওয়া স্থানগুলোর তালিকা -
ঢাকা বিভাগ - view this link
চট্টগ্রাম বিভাগ - view this link
রাজশাহী বিভাগ - view this link
খুলনা বিভাগ - view this link
বরিশাল বিভাগ - view this link
সিলেট বিভাগ - view this link
রংপুর বিভাগ - view this link
ময়মনসিংহ বিভাগ - view this link
লিঙ্কগুলোতে স্থানগুলোর অবস্থান সহ দেওয়া রয়েছে।
প্রতিযোগিতা শেষ হবে - ৩০ সেপ্টেম্বর।
অংশগ্রহণের নিয়মাবলীঃ (সংক্ষেপে বলছি শুধু)
১। তাদের নির্দিষ্ট করে দেওয়া স্থান সমূহের ছবিই তুলতে হবে।
২। উইকি কমনসে আইডি থাকা লাগবে। (অ্যাকাউন্ট তৈরির ঠিকানা)
৩। বিভাগের লিংকে ঢুকে নির্ধারিত স্থানে ছবি আপলোড করতে হবে।
৪। আপলোড করার পর সেটাকে সোশ্যাল মিডিয়ায়(ফেসবুক, টূইটার ইত্যাদি ইত্যাদি) #WLMBangladesh লিখে শেয়ার করতে হবে।
৫। অন্যের ছবি বা নেট থেকে ডাউনলোড করা ছবি গ্রহনযোগ্য না।
৬। অংশগ্রহণকারীর একটি সচল ইমেইল আইডি থাকা লাগবে।
বিস্তারিত পাবেন - view this link
আরো বিস্তারিত জানার জন্যঃ
Wiki Loves Monuments এর অফিসিয়াল সাইট
প্রতিযোগিতার পূর্ণাঙ্গ নিয়মাবলী
ফটোগ্রাফার তো আমাদের দেশে কম নাই। তারা চাইলেই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল প্রত্নতাত্ত্বিক স্থান সমূহকে আরো পরিচিত করে তোলা। সেই সাথে ফটোগ্রাফাদেরও প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ছবি তোলার দিকে আগ্রহী করে তোলা। প্রতিযোগিতার সময় আর বেশি বাকি নেই। আমি ভেবেছিলাম অন্য কেউ হয়তো পোস্ট করবে এই নিয়ে। কেউ না করলে পরে আমি করে দিব। পরে নিজেও ভুলে গিয়েছিলাম।
যাই হোক - যত দিন সময়ই আছে সেটাকে কাজে লাগান। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে বিশ্বের মানুষদের কাছে আরো পরিচিত করে তুলুন।
আর সাথে প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের পুরস্কার এবং আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার তো আছেই।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৪