কিছুদিন আগে আমাদের পুজনীয় সেনাধ্যক্ষ মহোদয় একটি অতীব গুরুত্বপুর্ন কথা বলেছেন, ‘চৌদ্দ মাস অনেক সময়, অনেক কিছুই ঘটে যেতে পারে।‘ তিনি বিজ্ঞ মানুষ, তার অনুমানে কী ঘটতে পারে তা আমাদের মত সাধারন মানুষের অননুমেয়। আমাদের মত সাধারন মানুষের অনুমানে দেখা যাক কী কী ঘটতে পারে:
ক) যে হারে নেতা নেত্রীরা জেলে যাচ্ছেন তাতে একদিকে দেশ নেতা নেত্রী শুন্য হয়ে সীমাহীন শুন্যতায় নিপতিত হবে আর জেলখানাগুলো ভরে গিয়ে জায়গা সংকুলান না হওয়ায় বাড়ী বাড়ী জেলখানা তৈরী হতে পারে।
খ) বিচার বিভাগ পৃথক হবে ঠিকই তবে নতুন বোতলে পুরনো মদই থেকে যেতে পারে।
গ) যু্দ্ধাপরাধীরা তওবা তাহির করে যুদ্ধাপরাধের ক্ষমা চাইতে পারে আর বলতে পারে- সব কথার শেষ কথা, বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তান জিন্দাবাদ।
ঘ) সে অনেক আগের কথা, তখন এক কেজি সোনার বদলে এক কেজি মরিচ পাওয়া যেত। তেমনি এক কেজি সোনা দিয়ে এক কেজি মরিচ পাওয়া যেতে পারে।
ঙ) দৃশ্যমান দূর্ণীতি আপাত: বন্ধ হয়ে অদৃশ্যমান দূর্ণীতিতে দেশ ভরে যেতে পারে।
চ) বাংলাদেশের যে কেউ শান্তিতে(!) নোবেল পুরষ্কার পেয়ে যেতে পারে।
সর্বোপরী,
ছ) ইজরাইলের শিঙ্গার ফুকে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, নাজিল হতে পারে কেয়ামত।
অনুমান করুন তো আর কী কী ঘটতে পারে?