ঈদ ও পূজা উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে সব শ্রেণী ও পেশার মানুষের জন্য দেশের বাজারে ‘অ্যান্ডি’ নামে নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন আনলো ‘নামিরা কমিউনিকেশন’। বর্তমানে অ্যান্ডি’র ফাইটার ও স্মার্টার নামে দুটি মডেলের দীর্ঘস্থায়ী ব্যাটারি ক্ষমতার মোবাইল ফোন সারা দেশে পাওয়া যাচ্ছে। সাদা ও কালো রঙের ফাইটার মডেলে রয়েছে- ১.৮ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৮০০ এমএএইচ ব্যাটারি, মেমোরি কার্ড অপশন প্রভৃতি। এমপি থ্রি/ফোর, এফএম, ব্লু টুথ, টর্চসহ এই সেটটির দাম ৯৫০ টাকা। আবার সাদা, সিলভার ও কালো-সবুজ রঙের স্মার্টার অ্যান্ডি হ্যান্ডসেটটিতে রয়েছে- ২.৪ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬০০ এমএএইচ ব্যাটারি, মেমোরি কার্ড অপশন প্রভৃতি। এমপি থ্রি/ফোর, এফএম, ব্লু টুথ, টর্চসহ এই সেটটির দাম ১২৫০ টাকা। উভয় সেটেই রয়েছে ১ বছরের ওয়ারেন্টি। যোগাযোগ: ০১৯৭৭ ৯৫৫১৫০
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৯