somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রাস, হুমায়ূন, শিল্প ও সত্য

১৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুন্টের গ্রাস ইসরায়েল নিয়ে কবিতা লিখে ইহুদীবাদীদের রোষে পড়েছেন। ইসরায়েল যে ১৯৪৮ সাল থেকেই একটা বিষফোঁড়া হয়ে মধ্যপ্রাচ্যের জন্য একটা মহাবিপদ হয়ে বসে আছে, এ কথা পশ্চিমা দেশগুলো অস্বীকার করে, এমন কি জার্মানীকেও আগে থেকে এ ব্যাপারে বাধ্য করে রাখা হয়েছে। অবশ্য সরকারী সিদ্ধান্ত যা-ই হোক না কেন বহু ইহুদীও ইহুদীবাদ বিরোধী - যেমন চোমস্কি। চোমস্কির লেখায় অনুপ্রাণিত ইহুদী অধ্যাপক নর্মান ফিংকেলস্টাইন "The Holocaust Industry" নামে এক বই লেখেন, যাতে তিনি তাঁর মায়ের এক উদ্ধৃতি উল্লেখ করেন - " হলোকস্টে যদি হিটলার এত ইহুদীই মেরে ফেলে থাকেন, তাহলে এত লাখে লাখে ইহুদী আগে বা এখনো জার্মানদের কাছ থেকে তার ক্ষতিপূরণ পায় কিভাবে?" ক্ষুদে সংখ্যালঘু হলেও আমেরিকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভুবনে বিপুল ক্ষমতাধর ইহুদীসমাজ নিজেদের জাতভাইকেই বর্জন করে। তাঁর চাকরী যায়।

ওবামা দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে কি করবেন দেখা যাক। আমেরিকান পররাষ্ট্র মন্ত্রী পদে হিলারীকেই রেখে দেবেন, যার জামাই ইহুদী, নাকি এবারের চাইতে আরেকটু ইহুদীবাদ বিরোধী অবস্থান নেবার ইচ্ছা গোপনে পোষণ করেন এবং সে জন্য মন্ত্রীসভা ঢেলে সাজাবেন, তা জানা যাবে জানুয়ারী মাসে।

গুন্টের গ্রাস বাংলাদেশেও এসেছিলেন এক সময়। তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন কেন বাংলাদেশী সাহিত্যিকরা জেনেভা ক্যাম্পে অবস্থানরত পাকিস্তানীদের নিয়ে কিছু লেখে না। সঙ্গে সঙ্গে টের পান তিনি ভীমরুলের চাকে হাত দিয়েছেন। সৈয়দ শামসুল হক থেকে শুরু করে প্রায় সব সাহিত্যিক (যাঁদের কেউই আসলে মুক্তিযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মানের কোনো মহৎ সাহিত্য সৃষ্টি করতে পারেন নি) গ্রাসের মন্তব্য অনধিকার চর্চা বলে চেঁচামেচি শুরু করেন।

মেহেরজান ছবিটিতে একটি ব্যতিক্রমী পাকিস্তানী সৈনিক ও ঘটনা দেখানোতেই আমাদের স্বাধীনতার কপিরাইট পাওয়া বিদ্বানগণ এমন মারমুখী হয়ে উঠলেন যে সে ছবি নামিয়ে নিতে হলো। তার ডিভিডিও নেই, যে লোকে নিজের ঘরে বসে একটু তার বিচার করে দেখতে পারে।

হুমায়ূন আহমেদ ইতিহাসবিদ নন, তিনি সৃষ্টিশীল সাহিত্যিক। ঐতিহাসিক ঘটনা অবলম্বন করে শিল্পকর্ম তৈরী হলে তাকে নির্ভেজাল ডকুমেন্টারী হতে হবে যাঁরা এটা বিশ্বাস করেন তাঁরা "Inglourious Basterds" দেখেছেন কি? হুমায়ূন তাঁর নানা পাকিস্তানপন্থী হলেও ভালো মানুষ ছিলেন বলেছেন কোথাও, সেই প্রসঙ্গ অনেকে টেনে আনছেন। বর্ণ হিন্দুদের অত্যাচারের কথা এবং সেই কারণে মুসলিমদের জন্য স্বাধীন আবাসভূমির (যা মূল প্রস্তাবে একাধিক স্বতন্ত্র রাষ্ট্র হওয়ারই কথা ছিল) জন্মকে যাঁরা স্বাগত জানিয়েছিল তাঁদের কথা তুললেই অনেক তথাকথিত বুদ্ধিজীবী "সাম্প্রদায়িক" বা "রাজাকার" বলে মারতে আসেন।

১৯৭১ এর ৭ই মার্চ থেকে ২৫শে মার্চের রাত্রি পর্যন্ত কি ঘটেছিল অবাঙালীদের ভাগ্যে? বা ১৬ ই ডিসেম্বরের পরে? শুধু একটা উদাহরণঃ এখন যেটা ইন্দিরা রোডে অবস্থিত তেজগাঁ কলেজ হোস্টেল, সেটা ছিল নেসার নামে এক অবাঙালী ভদ্রলোকের, যিনি পাকিস্তানপন্থী হলেও কোন দুষ্কৃতি করেছেন বলে প্রমাণ নেই। ১৬ই ডিসেম্বরের আগে তিনি দেশত্যাগ করেন নি, নিজেকে নিরপরাধ ভেবে। তাঁর এক মেয়েকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া এক তরুণ তুলে নিয়ে যায়, তাঁর বাড়ি সে ও তার বন্ধুরা দখল করে। পরে এটা তেজগাঁ কলেজ হোস্টেলে পরিনত হয়। নেসার সাহেব অনেক পয়সা ঘুষ দিয়ে প্রাণ ও বাকি পরিবার নিয়ে পাকিস্তানে পালান। সেই বাড়ির আঙিনার একাংশ পরে "কিনে নিয়ে" একদা বামপন্থী ব্যারিস্টার শফিক আহমেদ, আমাদের আইন মন্ত্রী, তাঁর সুরম্য বাসভবন নির্মাণ করেছেন।

বহুজনের কাছেই শোনা যায় ৭ই মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত অবাঙালীদের বাড়ি লুট, প্রাণ হরণ, মেয়ে ধর্ষণের ঘটনার কথা। জগন্নাথ হল নাকি অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে উঠেছিল, যে কারণে এই হলের ওপরেই ২৫শে মার্চ রাতে পাক বাহিনীর সব চেয়ে মারাত্মক আক্রমণ হয়। অবশ্য এটা অনস্বীকার্য যে পাক বাহিনী ও তার দোসরদের বিভৎস কর্মকাণ্ডের কাছে এসব ছেলেখেলা। তবে কেউ যখন বলেন, এক ব্যক্তি লক্ষকে মিলিয়ন মনে করায় ৩০ লক্ষ শহীদের স্ট্যাটিস্টিক তৈরী হয়েছিল, যেহেতু তিনি অনেকের কাছে দেবতা, তাঁর ভুলটুকু ( ৩ লক্ষই বা কম কি, সেই সংখ্যাটিও পাক বাহিনীর জঘন্য অপরাধের মাপকাঠি হিসাবে উপস্থাপন করা যেত) সবাইকে অবশ্যই মেনে নিতে হবে। এমনকি ২৯,৯৯,৯৯৯ বললেও "তুই রাজাকার" (হায় হুমায়ূন!)।

হাইকোর্ট হুমায়ূনকে ইতিহাস মেনে লিখতে বলেছেন। প্রকৃত ইতিহাসে কি শুধু শক্তিমানের, বিজয়ীর সত্যটুকু থাকে? স্বাধীনতা আমাদের সুবিশাল অর্জন, গৌরবের ধন। তার মধ্যে কি ভিন্নমত প্রকাশের স্বাধীনতা, মুদ্রার অপর পৃষ্ঠে কি আছে তা দেখার কৌতূহল প্রকাশের স্বাধীনতা, বা শিল্পীর স্বাধীনতা অন্তর্গত নয়?
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১২ সকাল ৭:১০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বর্ষণমুখর দিনের কিছু বিক্ষিপ্ত ভাবনা

লিখেছেন খায়রুল আহসান, ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৪২

প্রাক-কথনঃ আমার এই লেখাটির প্রসঙ্গ এর ঠিক আগের পোস্টটাতে কথা প্রসঙ্গে চলে এসেছিল। পোস্টের মন্তব্যে কয়েকজন পাঠক আমার এই লেখাটিও পড়তে চেয়েছেন। যেহেতু লেখাটি এর আগে ব্লগে প্রকাশ করা হয়... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার

লিখেছেন শাহ আজিজ, ০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩৩




‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি থাকবে নাকি পরিবর্তন হবে, সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষেরই বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে... ...বাকিটুকু পড়ুন

যশোর জেলা

লিখেছেন রাজীব নুর, ০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:২৬



হাতে কোনো কাজ নেই। অলস সময় পার করছি।
কি করবো- সেটাই ভাবছি। কোনো কুলকিনারা না পেয়ে 'নেট' থেকে যশোর সম্পর্কে পড়লাম। কি কি জানলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার... ...বাকিটুকু পড়ুন

ইসরায়েলের সাথে কিছু শক্তিশালী রাষ্ট্র আছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৯ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৪



নেতানিয়াহু বলেছে তাদের সাথে কিছু শক্তিশালী রাষ্ট্র আছে।গাজার মতই তারা মুসলিম রাষ্ট্র সমূহকে দুমড়ে মুছড়ে দিবে।তারপর তাদের অস্ত্র শেষ হবে। তারপর মুসলিমরা একটাও ইহুদী রাখবে না। তাদের বন্ধুরা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের ট্রারিফ নিয়ে পাগলামী বিশ্ব স্টক মাকের্টে তোড়পাড়। এখন কি বিনিয়োগের ভালো সময়?

লিখেছেন নতুন, ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৪


যাদের ডোনল্ড ট্রাম্পের মতন প্রসিডেন্ট আছে তাদের পাগল দেখতে অন্য কোথাও যাইতে হয় না্। প্রতিদিন টিভিতেই ট্রাম্পকে দেখে তারা।

২০২৫ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত... ...বাকিটুকু পড়ুন

×