Tom Hanks যে সিনেমায় রয়েছে সেই সিনেমা যে দর্শকদের কখনই হতাশ করতে পারেনা তারই আরেক প্রমাণ হচ্ছে Marc Forster পরিচালিত ২০২২ সালের সিনেমা A Man Called Otto। Tom Hanks এতো নিখুঁত ও চমৎকার অভিনয় তা যে কোনো দর্শকদের ভালো লাগবে। সিনেমার গল্প যতই সাধারণমানের হোক না কেনো, Tom Hanks যদি সেই সিনেমায় থাকে তাহলে সেই সিনেমার কোয়ালিটিটা এক অন্য লেভেলে চলে যায়।
সিনেমার পরিচালক Marc Forster-এর বেশ কয়েকটা সিনেমা আমার আগেও দেখা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Monster's Ball, Finding Neverland, Stranger than Fiction, Quantum of Solace, World War Z। পরিচালক এক দিক দিয়ে দক্ষতার সাথে পরিচালনা করেছে আরেক দিক দিয়ে শিল্পীরা করেছে দূর্দান্ত অভিনয়।
এই সিনেমায় আরো রয়েছে: Mariana Treviño, Rachel Keller, Manuel Garcia-Rulfo, Truman Hanks, Mike Birbiglia সহ প্রমুখ। একটা কথা বলতেই হয় Mariana Treviño এর অভিনয় আমার দূর্দান্তভাবে ভালো লেগেছে।
একটি বইয়ের গল্পের ওপর সিনেমাটি নির্মিত হয়েছে। Tom Hanks একজন বৃদ্ধ লোক যে একাকীত্ব জীবন-যাপন করছে। বৃদ্ধ বয়সে এসে সে একটু খিটখিটে স্বভাবের। আশপাশের মানুষের কোনো কিছু তার ভালো লাগেনা। তবে সে তার পাড়া-প্রতিবেশীদের সব কাজেই আবার ঠিকই এগিয়ে আসে সাহায্য করতে। সে এতই একাকীত্ব অনুভব করে যে সে বারেবারে আত্বহত্যা করার চেষ্টা করে কিন্তু পারেনা।
এইভাবেই সিনেমাটি এগিয়ে যায় এবং শেষে খুব করূণভাবে শেষ হয়। আমি ৯.৫/১০ দেব। আপনারা অবশ্যই দেখবেন সিনেমাটি।