
বিশ্লেষণ: হাড্ডাহাড্ডি লড়াই, তার ভুলের কারণে আমার জয় ।

১ম ড্র রেফাজ সাহেব এর সাথে

বিশ্লেষণ: মোটামোটি লড়াই, আমারও ভুল হয়েছে অনেক, তারও অনেক ভুল হয়েছে । জমে উঠেছিল, কিন্তু ইন্টারনেট এর লাইন কেটে যাওয়ায়, ফলাফল ড্র ধরা হয় ।
২য় ড্র নুসরাত জাহান যুথি বিবির সাথে ।

বিশ্লেষণ: শুরুটা ভালই ছিল । যুথি বিবি ভালই আক্রমণ পরিচালনা করেছেন, তাই বেশিক্ষণ টিকতে পারি নাই । মনে হয় উড়ে যাব । বেশ কয়েকবার আমার জীবন বিষণ্ণ হবার উপক্রম হয় । কিন্তু যুথি বিবি মনে হয় খুব দ্রুত চাল দেয়, যা শুধু তিনি না পথে পথে সাহেব করেন, রেফাজ এরও ঝামেলা হয় । এতে ভুল হয় । যাই হোক ।
সেই কারণে আমার ভুল হলেও যুথি বিবি খেয়াল করে নাই । তাই অফার করি ড্র এর । কারণ তারা যদি চিন্তা করে তিন চাল আমি করি দশ চাল । তবুও ভুল হয় । তাই ভবিষ্যত চিন্তা করে ড্র করি । এতে যুথি বিবির চিন্তা আমি নাকি ভাল পজিশনে ছিলাম ! যাই হোক ।
চালগুলি রেকর্ড করা উচিত ছিল, ইমেইল এ পাঠিয়েছি কিন্তু পাই নি ।
পরবর্তীতে আমি চালগুলি ঠিকমত সংরক্ষণসহ চিত্র দিব ।(পরের খেলা থেকে)