?
?
কেমন লাগে কোন এক গভীর মুহূর্তের অনুভূতি হারিয়ে গেলে ? আমি মন খারাপ করবো নাকি রাগে ছুঁড়ে মারবো কিছু ,বুঝে পাচ্ছি না। আমার কবিতা হারিয়ে গেছে ।
এটা খুবি আজব ব্যাপার যে কারো কবিতা হরিয়ে যেতে পারে ,তুমি একবার যেটা লিখেছ সেটা দ্বিতীয়বার লেখা এমন কি অসম্ভব ?কিন্তু এ জগতে একই দরজা দুবার খোলে না ।এক সকালের
ভোর শিশির আরেক সকালে তোমার জন্যে হাসবে না ।অথবা হয়তো আমারই হারিয়ে ফেলা স্বভাব
,কবিতা ,মানুষ। ধুর ।
লেখাটার প্রথম অংশ লিখেছিলাম ইন্টারনেটের বিলের পেছনে ,মনে হয় হালকা রোদওয়ালা শীত শীত দুপুর সময় ছিল। আমার ছোট রুমের মাঝে সময় গড়াগড়ি দিচ্ছিল। সবুজ কালির ভেতর আমি অলস বসে , না না , অলসতার ভেতর বসে সবুজ কালি দিয়ে লিখছিলাম ।
আজ ঘরে ফিরে এসে সে কাগজ আর পাচ্ছিনা ,কে জানে কই হারালাম । তেমন কবিতাও তো নয়
যে পাখি আমার চিঠি হয়ে উড়ে যাবে ,যার কোনোদিনও পাওয়ার কথা নয় তার কাছে ।
হারানো কাগজের শোক আমায় ছাড়ে না !
সে কবিতার আরেক অংশ লেখা হয়েছিলো নেপালের পোখারাতে বসে । হোটেলের প্যাডের কাগজে ।
খুব চুপ কলম দিয়ে ।বাতাসে ভেসে আসা আলতো আদর মেখে নিচ্ছিল ধূসর পাহাড় তার গায় আর সেসব দেখতে দেখতে কয়েকটা শব্দ জড়ো করছিলাম আমি ,জানিনা ঠিক হয়তো তখন রাতই ছিল ।নি:সংগতার ক্লাবে আমার একক পরিবেশনা ,সেখানে কবিতার মন্চ ছিল না আর তাই আমার হাতের পাখিটার দু ডানা ভাঁজ করে আর সব খুচরো অনুভূতির সাথে মিলিয়ে রেখেছিলাম।
তারপর , নেই।
এখন এই মাঝরাতে বসে পোখারা ,পাখি ,খুচরো রুপি ঘাটছি আমার কবিতার খোঁজে ।হারিয়ে গেছে আমার কবিতা। সবুজ রোদ,পাহাড় ,অন্ধকার আর বিষাদের সব স্মৃতি একাকার ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৭