মানুষ বল কতদিন আর বাঁচে
ভালোবাসাহীন অথবা ভালোবেসে,
এ সময় সে সময়
অনুভূতি হয়ে ক্ষয়
শূণ্য হৃদয় পড়ে রয়
জমে থাকা বেদনার ঘাসে
নিঃশব্দে নিরাবতা ফিরে আসে
স্মৃতিদের সাথে বিস্মৃতিরাও
ভূলে যাওয়া কবিতার মতন ।
আকাশের মত বিশাল হৃদয়
ভালোবাসা যদি আরো বড় হয়
অপেক্ষার সুতো ছিড়ে
কবে যাবে উড়ে
হৃদয়ের চিহ্ন আঁকা ঘুড়ি
তোমার চোখের কাজলের ছাড়াছাড়ি
যে দিন গধুলির মতন ক্লান্ত মন ।
মানুষ বল কতদিন আর বাঁচে
ভালোবাসাহীন অথবা ভালোবেসে ।।
কাছে না এসেও পতঙ্গ মন
জ্বলেছে পুড়েছে সারাটাক্ষন
কতটুকু তার বুঝতে চেয়েছো
কতটুকু বা ছিলো প্রয়োজন
অবহেলার শিকলে ঝুলেছে
স্বপ্নের সাতকাহন ।
মানুষ বল কতদিন আর বাঁচে
ভালোবাসাহীন অথবা ভালোবেসে ।।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭