প্রথম জন হলো: জেডি ভান্স, উনি মেবি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। ভদ্রলোকের বউ আবার ইন্ডিয়ান হিন্দু। ওনার নাম উষা ভান্স। পেশায় তিনি একজন অ্যাডভোকেট।
দ্বিতীয় জন হলো বিবেক রামাস্বামী। এই ভদ্রলোক আরেক ইস্টেরস্টিং ক্যারেক্টর। ভেরি ইয়াং বিসনেসম্যান।
চতুর্থ জন হলো আসলে আলোচনার বিষয়। তুলসী গাবার্ড । সাবেক ডেমোক্রাট সিনেটর। সি ইস ভেরি ইয়াং। তিনি এবার ট্রাম্প শিবিরে ডেমোদের ভন্ডামি নিয়ে তার লেখা, স্পিচ প্রচুর। তুলসী গাবার্ড কে যারা টুইটারে ফলো করেন, তারা জানেন নিশ্চয়ই।
তবে মজার বিষয় অন্যখানে। এই ভদ্রমহিলা হইলেন আদি ও অকৃত্রিম ইসকন। হোয়াইট আমেরিকান হিন্দু মুলত। ওনার মা ও বাবা ছিলেন বৈষ্ণব বাদী ইসকনের সদস্য। উনি সেকেন্ড জেনারেশন। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রাদায়ের উপর হামলার বিষয়ে ট্রম্পের আলোচিত টুইটের আগেই যিনি টুইট করেন তিনি এই তুলসী গাবার্ড।
ইলনমাস্ক ও বেশ খাটনি খেটেছেন ট্রাম্পের প্রচরণার জন্য অর্থ এবং সময় উভয় দিয়েই। তিনি আইটি সেক্টরের কোনো একটি পদ পাবেন। আশা করি ট্রাম্প এবং তার প্রেসিডেন্সিয়াল টিমের সবাই মিলে বিশ্বযুদ্ধ লাগার পথ গুলো থেকে সরে আসবে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৮