সে
ছবি : নিজের
মহাশূন্যের কোন এক কোণে জেগে রবে সে,
ভেবেছিলো নক্ষত্রদের বালুকাবেলায় হবে ঠাঁই,
পৃথিবীতে অনেকেইতো বেঁচে আছে তাই।
কাঁধের উপরে মাথা নিয়ে, দুহাটুতে মুখ গুজে
চোখের কোঠরে রেখে ঘুম, অনন্ত পিপাসায়
গোগ্রাসে গিলছে জীবন। হেঁয়ালিতে পদচিহ্ন এঁকে
নিচ্ছে করে লক্ষ কোটি পথ, নিযুত শপথ
রক্ত, উৎকোচ অথবা ক্ষমতার মোহে ।
শতাব্দীর শুরু... বাকিটুকু পড়ুন