আমার খুব বৃষ্টি দেখতে ইচ্ছে করে
আবার...
প্রখর সূর্য্যের আলোকে আড়াল করতে
ইচ্ছে করে লাল ওড়নার ঝাপি মেলে ধরতে
ইচ্ছে করে উঁচু সেতুটার ওপর বসে
শূন্যে ভাসার ভান করতে।
তোমাকে পেয়েছি ভেবে
জলাঞ্জলি দিয়েছি সব পাওয়াকে;
আজ তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে
আমাকে ভেংচি কাটে।
আমি জানতামনা..........
ভুল কামনার চাপে পিষ্ট হয়ে
ভালোবাসারা কি করে মরে যেতে পারে!!