
আঁধার ঘনিয়ে আসে।ল্যাম্প পোষ্টের বাতি সারি সারি জেগে উঠে।অনেক পথ যাওয়ার বাকী।পীচ ঢালা পথে পা সায় দেয় না।ক্লান্ত অবসন্ন দেহ একটু সুখ আর সুখের নীড় খুঁজে ফেরে।ভালোবাসারা পথ চেয়ে থাকে না।অধৈর্য ভালোবাসা পথ বেছে নেয়।নিঃশ্ব পথিকের পথের সন্ধান হয়নি।লন্ঠনের আলো নিভু নিভু প্রায়। অতঃপর দুটো পেইন কিলার।রাত বাড়ার সাথে সাথে যন্ত্রনারা তান্ডব নৃত্যে আবির্ভূত হয়।চোখ ঝাপসা হয়ে আসে।
আশা,স্বপ্ন,আকাঙ্খা,চাওয়া-পাওয়া নর্দমার ফুল হয়ে ফুটে।সেই ফুলকে অ্যাকুরিয়ামের স্বচ্ছ জলে সাজানোর অসাধ্য চেষ্টা।রাতের পরে রাত ইনসোমনিয়া।দূর্বল বাহু ও চিত্ত দুটিই।তীরে বসে কূলের সন্ধান। আদর্শ,নীতি,সততা নামক শব্দগুলো দ্বারে এসে মাথা টুকে।একটি বারও দুয়ার খুলিনি।এরা সকলেই আজ বিবর্জিত,বিতারিত যার প্রায় সবই জলান্জলি দেয়া হয়েছে।বিনিময়ে সেই অ্যাকুরিয়াম ব্যাতিত কিছুই চাইনি।
ভেসে আসে গীর্জা থেকে বেল এর শব্দ।প্যাকেটের শেষ সিগারেটের মাথায় আগুন।ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে সেই আগুন।অতঃপর ছুড়ে ফেলা হয় নগ্ন পথে।ভরা চাঁদ ক্ষয় হতে থাকে।হাতছানি দেয় আমাবস্যারা।গ্রাস করার অপেক্ষায়।মেঘেরা আকাশের বিছানায় হামাগুরি দেয়।ঘুমিয়ে পরে শুভ্রতা।মানবতা আজ হিংস্র জানোয়ারের ঘরে।নাক ডেকে ঘুমায় জানোয়ারের দল।তারপর আদমের সাথে শয়তানের পূর্ব শত্রুতার জের।অবয়বে ফুটে উঠে হায়েনার ডোরাকাটা দাগ।আর আমাবস্যার রাতে জ্বলন্ত ভয়ংকর বিকৃত নয়ন যুগল।
মুক্তি মেলে না,কোন পথ উন্মুক্ত নেই।উড়ে আসে একঝাক অতিথী পাখি।সেই শ্বেত পাখিদের ভিরে জায়গা হয়নি একটি বিষন্ন লোহিত পাখির।কোন আক্ষেপ নেই।ঈর্ষান্বিত দাড়কাকের দল।ফিরে যায় সেই অতিথী পাখির ঝাক।রেখে যায় কিছু পালকপত্র স্মৃতিচিন্হ।অভিমানী লোহিত পাখিটি পাড়ি জমায় অজানার পথে।মুক্তি মেলেনি, মিলবেনা কখনো।
যন্ত্রনা কমেনি বরং বেড়ছে।আর ঐ তান্ডব নৃত্যে ইংরেজ সাহিত্যের ওয়াল্টার স্কট,সামুয়েল পেপিস, জেন অষ্টিন,লর্ড টেনিসন,শেলি সকলেই আবহমান।থমাস মোরের আইরিশ "ইউটোপিয়া" কোন অবস্থায় জানি না।সবাইকে ফেলে এসেছি।তবুও পিছু ছাড়েনি।প্রতিটি ব্রেন সেল দখল করে নিয়েছে।চিন্তার জগত দিনকে দিন সংকুচিত হচ্ছে।মূল্যবোধের বোধটুকো অজানায় হারিয়েছে।এনাদার পেইন কিলার।
পড়ন্ত বিকেলে নরম ঘাসের পাটীতে গাঁ এলিয়ে দিয়ে মেঘের প্রতি দৃষ্টিপাত।একটি বিষক্ত দীর্ঘশ্বাস।অর্থহীন কিছু প্রশ্ন উঁকি দেয়।অবশেষে বিষাদের কালো মেঘে নিজের প্রতিচ্ছবি খোঁজার চেষ্টা।সরে দাড়ায় মেঘেরা।অসম্পূর্ন থেকে যায় সেই প্রতিচ্ছবি।শত হতাশার নালা থেকে জোয়ারের পানি গড়িয়ে পরতে থাকে।পাশেই কোন Bar থেকে নেশায় বুদ মাতালদের চিৎকার ভেসে আসে,"bravo!!!, bravo!!!, bravo!!!"
[চলবে...............]
শ্যাডো এন্ড রিফলেকশন অব মাই মাইন্ড.......part 1
শ্যাডো এন্ড রিফলেকশন অব মাই মাইন্ড.......part 2
শ্যাডো এন্ড রিফলেকশন অব মাই মাইন্ড.......part 3