ইংরেজি ব্যাকরণ শিখি: পর্ব-১
(দৃষ্টি আকর্ষণ: মানুষ মাত্রই ভুল করে। আবার একই বিষয়ে মানুষের দ্বিমত বা একাধিক মতও থাকতে পারে। তাই আলোচনার ভিতরে কোন ভুলত্রুটি চোখে পড়লে বা কোন বিষয়ে আপনার দ্বিমত থাকলে অবশ্যই Comments করে জানান। একমাত্র আপনার গঠনমূলক সমালোচনাই এ আলোচনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। এছাড়া কেউ যদি কোন বিষয় সহজে বুঝতে না পারেন সে ব্যাপারেও প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের প্রেক্ষিতে তার সুন্দর ও সহজ সমাধান দেয়ার চেষ্টা করা হবে।)
Language: পৃথিবীতে প্রতিটি মানুষই তার ইচ্ছা, আবেগ, জ্ঞান, গরিমা, ক্ষমতা ইত্যাদিকে অন্যের কাছে প্রকাশ করতে চায়। সে চায় তার সুখ-দুঃখ, সফলতা-ব্যর্থতা, অতীত-বর্তমান ইত্যাদি সম্পর্কে অন্য মানুষ জানুক। আর মানুষের আবেগকে প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভাষা বা ইংরেজিতে বললে Language।
মানুষ যদি ভাষা আবিষ্কার করতে না পারত, তাহলে আমরা আজকের এই সভ্য সমাজকে খুঁজে পেতাম না। প্রথম যে মানুষটি আগুন আবিষ্কার করেছিল, সে নিশ্চয়ই তারা নিজস্ব ভাষায় অন্য কাউকে এ পদ্ধতি শিখিয়ে দিয়েছিল। এভাবে একজনের আবিষ্কার অন্যজন রপ্ত করে নেয় কোন একটি ভাষার মাধ্যমে। যার ফলে আজকের বিজ্ঞান এতটা উঁচুতে।
Points:
1. শুধু মানুষ নয় অন্যপ্রাণীগুলোও তাদের ইচ্ছা ও আবেগ প্রকাশ করে। এজন্য তাদেরও আছে নিজস্ব ভাষা। যার কোন পোষা প্রাণী (যেমন: গরু, কুকুর, বিড়াল ইত্যাদি) আছে সে এসব প্রাণীর ভাষা বুঝতে পারে।
2. মানুষ অনেক ক্ষেত্রে ইশারা-ইঙ্গিত বা চিত্রকর্মের মাধ্যমেও তার ইচ্ছা, আবেগ ও জ্ঞান গরিমার কথা প্রকাশ করে। এটাও এক ধরণের ভাষা।
Comment: আবেগ প্রকাশে উপরের দুটিকে সাধারণভাবে ভাষা বলা হলেও ব্যাকরণে এগুলো ভাষা নয়।
Definition: মানুষ তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, আবেগ, জ্ঞান-গরিমা ইত্যাদি প্রকাশের জন্য বাকযন্ত্র (Vocal Cords) দ্বারা অর্থবহ যেসব ধ্বনিসমূহ (Sounds) উচ্চারণ করে তার সমষ্টিই হচ্ছে Language বা ভাষা।
(Language is the group of sounds that men utter by vocal cords to express their desire, expectation, emotions, knowledge etc.)
ভাষার এই সংজ্ঞাকে এতটা জটিল না করে এভাবেও বলা যেত, মানুষ তার মানের ভাব প্রকাশ করার জন্য প্রতিনিয়ত যে সমস্ত কথাবার্তা বলে থাতে তাই ভাষা। (Talking of man that he talks continually to express his emotions is called language.)
তবে আগের সংজ্ঞাটি দেয়ার উদ্দেশ্য হচ্ছে এতে একটি মৌলিক বিষয় উঠে আসে, সেটি হচ্ছে Group of Sounds (ধ্বনিসমষ্টি)।
Sound: উপরের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ভাষা হচ্ছে মূলত কতগুলো অর্থবহ ধ্বনিসমষ্টি বা Group of Sounds. আমরা যদি ইংরেজি শব্দ Sound এর সাধারণ সংজ্ঞা দেই তাহলে বলতে হবে “আমরা যা কিছু শুনতে পাই তাই হচ্ছে sound বা শব্দ।” কিন্তু Grammar-এর ক্ষেত্রে যে অর্থে Sound শব্দ ব্যবহার করা হয় তার বাংলা অর্থ হচ্ছে ধ্বনি। তাই Grammar এর ক্ষেত্রে যে কোন শব্দকেই আমরা Sound বলতে পারি না।
Definition: মানুষ কথা বলার জন্য Vocal Cords এর মাধ্যমে অর্থবহভাবে যা কিছু উচ্চারণ করে তাই হচ্ছে Sound. (Sounds are the things that a man utters meaningfully by his vocal cords to express his emotions.)
Letter: আমরা শুধু মুখেই কথা বলি না। লিখিত আকারেও আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। কথা বলার সময় আমরা যে সমস্ত Sound উচ্চারণ করি, লিখিত আকারে সেগুলো প্রকাশের জন্য আমরা কতগুলো চিহ্ন (Symbol) ব্যবহার করি। যেমন: a, b, c, x, y, z ইত্যাদি। এই চিহ্নগুলোর এক একটিকে বলা হয় একটি letter বা বর্ণ।
Definition: A letter is a symbol that suggests a sound. (বর্ণ হচ্ছে একটি চিহ্ন যেটি একটি ধ্বনিকে প্রকাশিত করে।)
Alphabet: ইংরেজিতে ধ্বনিগুলোকে লিখিত আকারে প্রকাশ করার জন্য মোট 26টি বর্ণ (letter) রয়েছে, এগুলোকে একসাথে Alphabet বা বর্ণমালা বলা হয়। (চলবে)
..............
সবাইকে ধন্যবাদ। এই পর্বে Word ও Sentence নিয়ে আলোচনা করার কথা থাকলেও অতিরিক্ত চাপের কথা ভেবে আজকে আর এগুলো নিয়ে আলোচনা করা হলো না। আগামী পর্বে এ দুটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সঙ্গে থাকুন।
১. ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৯ ১