ডাঃ জাকির নায়েক বর্তমান সময়ে আলোচিত একটি নাম। সমস্ত মুসলিম জাহানে তাঁর জনপ্রিয়তা আকাশতুল্য। অনেকের মতে তিনিই ইসলাম ধর্মকে পুনর্জীবন দান করেছেন। মধ্যপ্রাচ্যের শেখদের যাকাতের টাকায় গড়ে তুলেছেন ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, পিস টিভি ইত্যাদি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ইসলামকে ছড়িয়ে দিচ্ছেন সমস্ত জাহানে। আর তাঁর বদৌলতে ধর্ম থেকে দূরে চলে যাওয়া মুসলিমরা ফিরছেন ধর্মকর্মে। এমনকি খ্রিস্টান, ইহুদি ও পৌত্তলিক ধর্মালম্বীরাও আশ্রয় নিচ্ছেন ইসলামের সুশীতল ছায়াতলে। নিশ্চয়তা পাচ্ছেন বেহেস্তের। এতে করে বেহেস্তের হে হুররা শংকিত ছিল যে, বেহেস্তবাসীর স্বল্পতার কারণে তাঁরা বেকার হয়ে পড়বেন তাঁরাও হচ্ছেন আশ্বস্ত। সুতরাং সভ্যতা ও ইসলামের জন্য ডাঃ জাকির নায়েকের অবদান অসামান্য। ধর্মানুয়ায়ী নতুন করে আর পয়গম্বর আসার সুযোগ নাই। যদি সে রকম কোন সুযোগ থাকত তবে অনেকের মতো আমিও বিশ্বাস করি যে ডাঃ আবদুল করিম জাকির নায়েকই হতেন সেই সৌভাগ্যবান ব্যক্তি।
ডাঃ নায়েক ইসলামের প্রচারের জন্য সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন। সিডি, ভিডিও, টিভি চ্যানেল, উম্মুক্ত আলোচনা, ওয়াজ ইত্যাদির মাধ্যমে যেখানেই সুযোগ পাচ্ছেন সেখানেই ইসলামের সাম্যের বাণী পৌছে দিচ্ছেন। সে ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে তিনি সামহোয়ারেও রেজিস্ট্রেশন করে ব্লগ লিখা শুরু করেছেন। বিচ্ছিন্নভাবে বিভিন্ন ইসলামী মাছলা-মাছায়েল ও ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণার জবাব দিচ্ছেন। তবে সমস্যা হচ্ছে এখানে আমরা ইতোমধ্যে দু'জন নায়েক-কে দেখতে পাচ্ছি। একজন শুধু নায়েক আরেকজন জেনুইন ডাঃ জাকির নায়েক।
তবে এটা খুশিরও একটি বিষয়। কথায় আছে যত গুড় তত মিষ্টি। কাজেই ডাঃ নায়েকের সংখ্যা যত বেশি হবে ইসলামের প্রচার ও প্রসারও তত বেশি হবে। এতোদিন ডাঃ নায়েকরা শুধুমাত্র বিচ্ছিন্নভাবে ইসলাম সম্পর্কিত বিভিন্ন সমস্যার ও মাছলা-মাছায়েলের জবাব দিতেন। পরিপূর্ণ বা গঠনমূলক কোন কিছু তাদের কাছ থেকে পেতামনা। সে সমস্যার সমাধানকল্পে এবং ইসলামের বাণী ধর্মপ্রাণ বাঙালি মুসলমানদের নিকট পৌছে দেওয়ার জন্য আমি ডাঃ জাকির নায়েক ও জেনুইন ডাঃ জাকির নায়েক দু'জনেরই একটি সাক্ষাৎকার নিতে চাই। ব্লগাররাও তাঁদের যেকোন প্রশ্নের মাধ্যমে ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করতে পারবেন।
আশা করি ডাঃ ডাঃ জাকির নায়েক ও জেনুইন ডাঃ জাকির নায়েক দুজনেই তাঁদের মূল্যবান সাক্ষাৎকার দিয়ে ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতা দূর করে বেহেস্তের টিকেট লাভ করতে সার্বিক সহায়তা করবেন।
আপনাদের অপেক্ষায় থাকলাম।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:০৭