বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি...
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং
আকাশে মেঘের স্বপ্ন দোলে
বাতাসে বজ্রের ধ্বনি তুলে -
আকাশেরা বুকে বৃষ্টির জল
ঝর্ণা ধারার মতো বয় চঞ্চল ।
আকাশের চোখে বৃষ্টি ঝরিয়ে -
কোথায় হারায় মেঘের দল -?
----- রুবিনা মজুমদার -----
ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং
আদি অন্ত হারিয়ে ফেলে
সাদা কালো আসন মেলে
পড়ে আছে আকাশটা খোশ-খেয়ালি,
আমরা যে সব রাশি রাশি
মেঘের পুঞ্জ ভেসে আসি,
আমার তারি খেয়াল, তারি হেঁয়ালি।
মোদের কিছু ঠিক-ঠিকানা নাই,
আমরা আসি, আমরা চলে যাই।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং
কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা।
----- সুকুমার রায় -----
মোবাইল ক্লিক
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৮/২০১৮ ইং
আলোর চুমায় এই পৃথিবীর হৃদয়ের জ্বর
ক’মে যায়; -তাই নীল আকাশের স্বাদ- স্বচ্ছলতা-
পূর্ণ ক’রে দিয়ে যায় পৃথিবীর ক্ষুদির গহ্বর;
মানুষের অন্তরের অবসাদ – মৃত্যুর জড়তা
সমুদ্র ভাঙিয়া যায়; - নক্ষত্রের সাথে কয় কথা
যখন নক্ষত্র তবু আকাশের অন্ধকার রাতে-
তখন হৃদয়ে জাগে নতুন যে এক অধীরতা ,
তাই ল’য়ে সেই উষ্ণ –আকাশের চাই যে জড়াতে
গোধূলির মেঘে মেঘ, নক্ষত্রের মতো র’বো নক্ষত্রের সাথে!
----- জীবনানন্দ দাশ -----
ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
আকাশ জুড়ে মেঘের খেলা - ০১, আকাশ জুড়ে মেঘের খেলা - ০২, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৩, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৪
আকাশ জুড়ে মেঘের খেলা - ০৫
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৫