বিভিন্ন ব্রাউজারে বাংলা দেখার জন্য সেটআপ দেয়া নিয়ে প্রায়ই সমস্যা হয়। তাই ব্রাউজার ভিত্তিক বাংলা সেটআপ নিয়ে এই পোস্ট।
তবে বাংলা সেটআপ দেবার আগে দরকার ইউনিকোড সাপোর্টেড বাংলা ফন্ট। এজন্য আমার ব্যাক্তিগত পছন্দ সোলায়মানি লিপি, সিয়াম রুপালী কিংবা কালপুরুষ। ফন্ট তিনটি এই লিংকে আছে।
মজিলাঃ
Tools> Options> Content ট্যাবে Fonts & Colors এ Advanced এ ক্লিক করতে হবে। সেখানে Fonts for অপশন এ Bengali সিলেক্ট করতে হবে। তারপর Sans, Sans-serif আর Monospace এ পছন্দ মত ফন্ট সিলেক্ট করতে হবে। তারপর সবার নিচে Default Character Encoding এ Unicode (UTF-8) সিলেক্ট করতে হবে। ব্যস হয়ে গেল।
ক্রোমঃ
সেটিংস অপশন এ ক্লিক করে Under the Hood ট্যাব এ Web Content এ Change font and language settings এ ক্লিক করতে হবে। সেখানে Sans Font, Sans-serif Fontআর Monospace Font এ পছন্দমত ইউনিকোড ফন্ট সিলেক্ট করে আগের মতই নিচে Default Encoding এ Unicode (UTF-8) সিলেক্ট করতে হবে। কাজ শেষ।
অপেরাঃ
অপেরাতে Menu > Settings > Preferences (Ctrl+F12) এ যেতে হবে। সেখানে Advanced ট্যাবে Fonts এ ক্লিক করে International Fonts এ ক্লিক করতে হবে। সেখানে Writing System এ Bengali সিলেক্ট করে পছন্দমত ফন্ট সিলেক্ট করে দিতে হবে।
ইন্টারনেট এক্সপ্লোরার ৮:
প্রথমে Page মেনু থেকে Encoding সিলেক্ট করতে হবে Unicode (UTF-8)। তারপর Tools > Internet Options এ General ট্যাব এর সবার নিচে Appearance এ Fonts এ ক্লিক করতে হবে। সেখানে Language script এ Bengali সিলেক্ট করে পছন্দমত বাংলা ফন্ট সিলেক্ট করে নিলেই কাজ শেষ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৭