ব্লগের মোটামোটি সব ব্লগারের পেজেই অলঙ্কারস্বরূপ অন্তত একটা হলেও কবিতা আছে। আমি নিজে কবিতা ভাল বুঝি না তাই কবিতায় খুব একটা আগ্রহও পাই না। কিন্তু নিজের ব্লগে একটা কবিতা নাই সেটা আমার নিজের কাছেই কেমন জানি লাগে। তাই কিছুদিন ধরে হাত নিশপিশ করছিল একটা কবিতা লেখার জন্য। অবশেষে হাতে তেমন কোন কাজ না থাকায় লিখেই ফেললাম একটা কবিতা তার সাথে আপনাদের জন্য রইল কবিতা লেখার থিওরী তাও ফ্রিমে!!!
আমার কবিতাঃ

সকালে ঘুম থেকে উঠেই মনে হল,
আজকে ক্লাসে যেতে হবে।
পরীক্ষার কারণে অনেকদিন ক্লাস করা হয় না
নাস্তা খেতে খুব আলসেমী
তাই নাস্তা না খেয়েই,
চলে গেলাম ক্লাসে।
ক্লাসের সামনে গিয়েই মনে হল
কিছু খেয়ে নেয়া দরকার
একটা সিঙ্গারা আর এক কাপ চা
খেয়ে ঢুকে গেলাম ক্লাসে
ক্লাসটা কি খুব জরুরী কিছু?
নিজেকে প্রশ্ন করলাম
না, তেমন জরুরী কিছু নয়।
সুতরাং চাইলেই বেরিয়ে যাওয়া যায়
আর তাই কিছু চিন্তা না করেই,
বেরিয়ে এলাম, কিন্তু চাইলেই কি
সব কিছু ছেড়ে বেড়িয়ে যাওয়া যায়?
ফর্মুলা
যারা এই থিওরী পড়বেন ধরে নেব তাদের মাঝে আমার মতো কবিতা লেখার মতো আবেগ অনুভূতির বড়োই অভাব। কিন্তু কবিতা লেখার মূল বিষয়টাই হইল গিয়া আবেগ অনুভূতি আই মিন ইমোশন


আমার (ফালতু) ঘটনাঃ
সকালে ঘুম থেকে উঠে মনে হল আজকে ক্লাসে যেতে হবে। পরীক্ষার কারণে অনেকদিন ক্লাস করা হয় না। নাস্তা খেতে খুব আলসেমী লাগল তাই নাস্তা না খেয়েই চলে গেলাম ক্লাসে। ক্লাসের সামনে গিয়ে মনে হল কিছু খেয়ে নেয়া দরকার। একটা সিঙ্গারা আর এক কাপ চা খেয়ে ঢুকে গেলাম ক্লাসে। ক্লাসটা কি খুব জরুরী কিছু? নিজেকে প্রশ্ন করলাম? তেমন জরুরী কোন ক্লাস নয়। সুতরাং চাইলেই বেরিয়ে যাওয়া যায়। আর তাই কোন কিছু চিন্তা না করেই, বেরিয়ে এলাম। কিন্তু চাইলেই কি সব কিছু ছেড়ে বেড়িয়ে যাওয়া যায়?
এখন আপনারাই বলেন কবিতাটা কেমুন হইছে!!!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:২০