তারপর তার দেখানো স্বপ্নের নৌকায়
উঠতে ইচ্ছে হলো আমার।
এমন ইচ্ছে তো আগে হয় নি!
এবার কনো হলো জানতে পারলাম না
মনকে হাজারো প্রশ্নে আহত করে।
অগত্যা সেই হলুদ খামের প্রেরকের কাছে
লেখা হলো আমার প্রথম চিঠি।
লিখলাম; তবে একেবারে মজে গেলাম না
তার পাঠানো প্রস্তাবে।
লিখলাম স্বপ্ন দেখিয়েছেন তো
চোখে একটু ভাবনার চশমাটা পড়ে নিই;
তারপর আপনার সঙ্গে হয়তো দেখা শুরু করবো
স্বপ্ন।