DU থেকে এমবিএ শেষে এখন স্ত্রী সহ আমেরিকায় বিজনেস সাবজেক্টে মাষ্টার্স করতে চাচ্ছি (উভয়ই এক সাথে)। জানা কথা AACSB Accredited ইউনিভার্সিটি থেকে ডিগ্রী এর গুরুত্ব অনেক কিন্তু সেই পরিমান বাজেট না থাকায় এক্রিডিয়েশন নাই এমন ইউনিভার্সিটি থেকে Accounting এর উপর মাষ্টার্ষ করতে চাইছি যেই সাবজেক্টের আমেরিকায়,কানাডায় ভাল ডিমান্ড আছে। ইচ্ছে আছে ভবিষ্যতে CPA হবার। ভার্জনিয়ায় আত্নীয় থাকায় Stratford University সিলেক্ট করেছি। আমেরিকায় যারা আছেন তারা অনুগ্রহ করে যানান :
১- AACSB Accreditation না থাকায় stratford থেকে ডিগ্রী নিলে ভবিষ্যতে জব পেতে সমস্যা হবে কি?
২- CPA হতে পারলে কোথা থেকে মাষ্টার্স করলাম তার কি আর গুরুত্ব থাকবে?
৩- জবের বাজারে একাউন্টিং এর অবস্থান কেমন?
৪- বাজেটে কুলালে প্রথম চয়েস Masters in Human Resource Management । আমেরিকার HR এর জবের অবস্থা কি?
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১০:১৭