শাওনের পক্ষে ছাফাই গাবার কোনই যুক্তিসংগত কারন নেই তবে আমাদের অনেকের মাঝে একটা ভুল ধারনা আছে তা হোল শাওন হুমায়ূন স্যার এর বিত্তের লোভে বিয়ে কিরেছেন। যারা স্যার এর লেখার সাথে পরিচিত তারা জানেন কিছু লেখায় তিনি বার বার শাওনকে বিত্তবানের কন্যা হিসেবে উপহাস করেছেন। আজকে বাংলাদেশ প্রতিদিনে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় শাওনের বক্তবের উল্লেখযোগ্য অংশ প্রচার হয়েছে। সেখানে দেখা যায়ঃ
"আর বিত্তের প্রসঙ্গ এলে বলব আমার মা একজন সংসদ সদস্য। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, শিল্পপতি। হুমায়ূন আহমেদ ওর বন্ধুদের একটা কথা বলতেন। কথাটা সামান্য। কিন্তু এ মুহূর্তে বলতেই হচ্ছে। উনি বলতেন শাওনের বাবা চাইলে দশটা হুমায়ূন আহমেদ কিনতে পারেন। এ প্রশ্নটার জবাব এ জন্য দিতে চাইনি। দিতে গেলে নিজেকে খুব বেশি ছোট হতে হয়।"
দারুন ইন্টারেসটিং লেখাটি পড়তে পারেন এখান থেকে
হুমায়ূন স্যার নিজেও বলেছেন বাংলাদেশের মানুষ বিশ্বাষ করে কালনাগিনী শাওন "ভালমানুষ" হুমায়ূন আহমেদকে কালো জাদুতে জড়িয়েছে। উনি এখানে ভালমানুষ কমার মধ্যে লিখেছেন।
যাই হোক, শাওনের ব্যাপারে আমাদের ভুল ধারনা নিরসনের জন্য বিক্ষিপ্ত (আসলে হবে উড়াধূড়া) লেখাটি (?) লিখলাম। এখানে শাওনের পক্ষ নেবার বিন্দুমাত্র কোন অভিপ্রায় নেই।
ভাল থাকুন সবাই...
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১০