
মা , এবার তোমার সুর্যের মত কোলে
সকালটাকেই ঘুম পাড়িয়ে দাও
যখন ভোরেই কৃষ্ণগহবরের কোলে
ঢলে পড়ে মধ্যাহ্ন না দেখা সুর্য
মা , তোমার সুর্যের রশ্মির মত মেলে দেয়া চুলে
মরে পড়ে থাকে সময়ের উকুন
প্রেমের খাদ্যে যে উকুন মগজের সব স্বপ্ন চুরি করেছিলো
সেই স্বপ্ন আজ দ্রাঘিমায় দ্রাঘিমায় রঙ হয়ে প্রবাহিত
তবু রক্ত শুন্য পড়ে থাকে
এখনও যারা স্বপ্ন যে দেখতে পারে
সেইসব রংধনুর মত শিশুদের লাশ
মা , এবার নিজের কোলের ভেতর
এক হতভাগা সুর্যমুখী ফুলের মত রঙ্গীন
সকালে কানের কাছে গেয়ে যাও
ধীরে ধীরে প্রগতির দ্রুতগামী বুলেট
ট্রেনের মত লালাবাই , যাতে মৃত্যুর ঘুম আসে
মা , এবার তোমার গানে
ঘুমতে যাবে না আমারদের এই জেগে থাকা
একদিন যে ঘুমের ভেতর জেগে ঊঠতো
পৃথিবীর সব সমুদ্র রেখার
সমুদ্রচিলের শাবকের চোখে
ঝকঝকে উজ্জ্ব মধ্যাহ্নের স্বপ্ন