সরকারও পরোক্ষ ভাবে দায়ী আমাদের পরিবেশ দূষণে!কথাটি শুনে এতক্ষনে হয়ত অনেকে আমার উপর ভীষণ চড়াও হয়ে গেছেন নয়ত আমাকে বোকা ভেবে উড়িয়ে দিয়েছেন।আসলে আমরা এমন অনেক কিছু আছে যেগুলোকে গভীর ভাবে উপলব্ধি করিনা কিংবা বুঝবার চেষ্টা করি না।আপনারা সবাই কম-বেশি জানেন পরিবেশ জিনিসটা সম্পর্কে।কিন্তু এই পরিবেশের গুরুত্ব সম্পর্কে ক’জন বা অবগত আছেন।আপনি কি কখনো এই গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্ব কিংবা দূষণের কথা চিন্তা করেছেন?অতচ এই পরিবেশ রক্ষায় ব্যাপারে অনেকে অনেক নীতিকথা বলে থাকেন।এই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের।পরিবেশ রক্ষার দেশী-বিদেশী বিভিন্ন সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে।তারপরও বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য এই পরিবেশ দূষণ পূরোপুরি রোধ মোটেও সহজ সাধ্য কাজ নয়।তারপরও আমাদের বিবেচনায় আনতে হবে এই পরিবেশ দূষণের প্রধান প্রধান কারন গুলো যেন নিয়ন্ত্রনে থাকে।যেমন-গাড়ীর ধোয়া,ময়লা-আবর্জনা,মলমুত্র ইত্যাদি।আপনারা ইতোমধ্যে একটা বিষয় হয়ত লক্ষ্য করেছেন যে সরকার প্রত্যান্ত গ্রামাঞ্চলে বিনামুল্যে সেনিটারি ল্যাট্রিন বিতরন শুরু করেছেন অনেক আগে থেকেই যাতে কেউই খোলা-মেলা পরিবেশে মলমুত্র ত্যাগ না করে।কারন এই বিষয়টা একটা মারাত্বক কারণ পরিবেশ দূষণের।কিন্তু একটা বিষয় কখনো লক্ষ্য করেছেন কি???আমাদের রেল পরিবহম কিংবা লঞ্চে টয়লেট আছে কিন্তু ময়লা সংরক্ষনের নির্দিষ্ট কোন ব্যবস্থা নেই।আপনি রেলে গেলে দেখবেন টয়লেটের নিছে পুরুপুরি খোলা।যার ফলে এসব ময়লা পরিবেশের সাথে সরাসরি মিশে যাচ্ছে।আবার লঞ্চে গেলে দেখবেন একই অবস্থা।যার মাধ্যমে দূষিত হচ্ছে নদীর পানি।সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একবারের জন্যো কি ভেবেছেন বিষয়টা???এমন কোন বিকল্প ব্যবস্থা নেই কি যার মাধ্যমে আমাদের এই মহা মুল্যবান পরিবেশটাকে দূষণের হাত থেকে রক্ষা করা যায়।অতচ রেলওয়ে কিংবা লঞ্চ এখনো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়।সে কারনে লেখায় এমন ব্যঙ্গাত্বক শিরোনাম।দয়া করে কেউ কিছু মনে করবেন না।
# আমার এই কাঁচা হাতের সংক্ষিপ্ত লেখার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
বি.দ্রঃ এই লেখার পাঠকের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ রইল যে লেখাটি পরে সবার সাথে শেয়ার করবেন যাতে বিষয়টা সবার নজরে আসে।