1.
আর্মি ট্রেনিং হচ্ছে । জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকার কৌশল শেখান হচ্ছে (আর্মিতে বলে ক্যামোফ্লেজ ) । সবাইকে শুয়ে থাকতে বলা হয়েছে, কেউ নড়াচড়া করতে পারবে না | হঠাত্ এক সৈনিক নড়ে উঠল, সাথে সাথে কমান্ডারের বাজখাই গলা, "ঐ তুমি নড়লা ক্যান???"
সৈনিকটি কাঁদকাঁদ হয়ে, "স্যার আমি নড়তে চাই নি, বিশ্বাস করেন স্যার, আমার পায়ের উপর দিয়ে অজগর চলে গেছে, আমি নড়ি নাই | বান্দর আইসা গালে চটকানা দিছে, আমি নড়ি নাই | কিন্তু ছোট্ট একটা কাঠবিড়ালি যা কইল তাতে না নড়ে পাড়লাম না..."
কমান্ডার : কি বলেছে?
সৈনিক : বলেছে, ওওওমা দুইটা কাজুবাদাম... আজ একটা খাব কাল একটা খাব...

2.
নাতিঃ দাদু বসে বসে কি করছ?
দাদুঃ এইত দাদু একটু ইতিহাসের বই পড়ছি
নাতিঃ পড়ছ প্লেবয় ম্যাগাজিন আর বলছ ইতিহাস...!
দাদুঃ ওরে আমার কাছে তো এটাই ইতিহাস...