সমুদ্র ঝড়
সমুদ্রে উঠেছে ঢেউ,
স্নানার্থী তরুণীর ঠোঁটের ফাঁকে
চুলের ঝাপটায়, আজ কোন ছন্দ নেই।
নিঃশব্দে টুপ করে পেটের ভিতরে ঢুকে যায়
সূর্যতাপ, নিভে যায়,
চরাচরে জেগে ওঠে
একশ কন্ঠের ফিসফিসানি।
ফসফরাস জ্বেলে নিয়ে মাথা কুঁটে ভেঙ্গে যায়,
সফেদ ফেনিলে ভর করে ছুটে আসে রক্তপিপাসা-
এক এক শরীরে,
লেপ্টে থেকে হামাগুড়ি দেয়... বাকিটুকু পড়ুন
