আপনি একেবারে সাদা হয়ে গেছেন!
ভাবনার অতল জুড়ে হাতড়ে মরি
অপার আঁধার
এরকম বিবৃতি বয়স না বর্ণ
কোন বোধে উচ্চারিত বুঝতে অক্ষম
দ্রাবিড়ীয় বর্ণের পরিধি।
যদি বলি আপনি একেবারে লাল অথবা নীল
অথবা বাদামী হয়ে যাচ্ছেন !
বর্ণনার জানলা খুলে অন্তস্থিত অভিধানে
সুরাহা মিলে না বলে সহায় বিজ্ঞান নয়
বিজ্ঞাপন হায় মেলেছে সকল ডানা
আরবান ছড়িয়েছে গ্রামগঞ্জময়
কিশোরীর হাসি মুখ আর কালো নয়
কান্নার লবণ জলে ধুয়ে যায় বর্ণের বিবৃতি।
সে কোন বর্ণের ব্যাধ পাতিয়াছে সাদা মন
হয়তোবা সাদা ফাঁদ নিরক্ষীয় উজ্জ্বল আলোয়
এশীয় স্বজ্ঞায় গুলিয়ে ফেলেছি যার
মুখশ্রী ও কেশরূপ বর্ণনা বিন্যাস ।
আরো কতো সাদা হলে নিরক্ত দেহের জলে
হেকীমি কি ইউনানী নাকি আয়ুর্বেদ
কোন জ্ঞানী জানি না তো
জ্বালাবে আয়ুর বাতি এই বেলা বর্ণের অভেদ।