কমছে কম ৭০ টা প্রাণী যাদের নাম মানুষ , বিভিন্ন বর্ণের গোত্রের , কর্মের এবং বয়সের , যারা জড়ো হয়েছিল মুক্ত আকাশ তলে ...এতো এতক্ষনে সবাই জেনে গেছেন ...সাথে বৃষ্টিও ছিল ভেজা আদর করার জন্য সর্বক্ষণ...
হুম খুব স্বাভাবিক ভাবে ব্লগ এর সন্ধ্যা আড্ডার কথা ছাড়া আর কিছুর কথাই বলছিনা।
কিন্তু মাথায় ঢোকে না এত গুলান ব্লগার ( এইটাই কমন পরিচয় তাদের বা আমাদের) ধুপ করে কেনো আড্ডায় চলে আসে।
আসেন চিন্তার সূতা প্রসারিত করি, কিছু কারন খূঁজি....
কারন একঃ
বিবাহীত রা বউএর বা জামাইয়ের হাত থেকে খানিক মুক্তির আশায় আর অবিবাহিতরা কানের কাছে মুরুব্বীদের সার্বক্ষাণিক বিয়ে সংক্রান্ত প্যানপ্যানানি হতে ক্ষণিক মুক্তির আশায়।
কারন দুইঃ
রাশ ভারি সব নিকের আড়ালে হাপিত্তেশ হতে মুক্ত হয়ে নিজ চেহারা খানা ব্লগ সমাজের রিয়েলিষ্টিক ফিল্ডে প্রদর্শন করা।
কারন তিনঃ
ব্লগ পাঠক বৃদ্ধির আশা।
কারন চারঃ
যাগোর ব্লগ পইড়া মেজাজ খারাপ হৈছে কোন এক দিন তাগোর চেহারাডা মনে গেথে ইচ্ছে মতো বর্শা নিক্ষেপ এর আশায়।
কারন চারঃ
নতুন বন্ধু বা বান্ধবীর সন্ধান লাভ।
কারন পাঁচঃ
যার লেখা ভাল লেগেছে সেই নারী বা পুরুষটি ক্যামন।দেখার জন্য।
কারণ ছয়ঃ
আমার মাথায় চুল নাই , দেখি আর কয়জন ব্লগার এই ধরনের কপাল পোড়া।
কারন সাতঃ
পাত্র পাত্রীর সন্ধানে।
কারন আটঃ
আজাইরা একটা সময় কাটাইবার আশায়।
কারন নয়ঃ
মুক্ত আকাশ তলে একটু খাইবার আশায়।
কারন দশঃ
কুলফি জাতীয় নতুন খাবার টেস্টের আশায়।
কারন এগারোঃ
এই সুযোগে ঝির ঝির বৃষ্টিতে ভেজার লোভে
কারন বারোঃ
একটু ক্যাচাল সৃষ্টি করে মজা পাবার আশায়।
কারন তেরোঃ
নিজের আতলামিপণা ফুটিয়ে তোলার আশায়।
কারন চৌদ্দঃ
নিজের লেখা বইএর দু একটা কাষ্টমার তৈরীর আশায়।
কারন পনেরঃ
ব্লগে একটা আড্ডা বিষয়ক পোষ্ট দিয়া নিজেকে একনিষ্ঠ ব্লগার হিসেব প্রচার করার আশা
কারন ষোলোঃ
ছবির তোলার পারদর্শিতা প্রদর্শনের জন্য।
কারন সতেরঃ
অনেকক্ষণ দাড়ায়ে থাকার অনুশীলন করার জন্য।
কারন আঠারোঃ
চামে দুএকটা ফাও সিগারেট খাবার জন্য।
কারন উনিশঃ
নিজের ঢাক নিজে পেটানোর জন্য।
কারন বিশঃ
ব্লগাররা কেনো আড্ডা ভালবাসে এই অজানা গুরু রহস্যের অমীমাংসীত সমাধানের আশায়।