পোস্ট টি যারা যারা ইংরেজী সামান্য জানেন তাদের উন্নতির জন্য (ক্লাস ৯ পাস)
২০ দিনেই ইংরেজীতে ভাল দখল আনতে পারেন।ছোট একটা পকেট ডিকশনারী কিনুন।ইংরেজী প্রত্যেকটি অক্ষরের জন্য ২০ টি করে গুরুত্বপুর্ন শব্দ গুলি মু্খস্ত করুন যেগুলি আপনার কাছে কাজে লাগবে মনে হয়।এভাবে ১ম ৫ দিনে এই কাজটি করেন ।শব্দ শেখার সময় সেগুলোকে অক্ষর অনুযায়ী ক্যাটাগোরাইজড করুন।একটি অক্ষরের নতুন শব্দ শেখার সাথে সাথে সেখানে লিখে ফেলুন অক্ষর অনুযায়ী এবং প্রতিদিন তা রিভাইস করুন।
একটি অক্ষর শেখার সাথে সার পার্ট অফ স্পিচ শুলো শিখালে দেখা যাবে মুখস্ত করলেন একটি শব্দ কিন্তু জেনে গেলেন অনেক গুলো।শব্দ গুলো শেখার সময় তার উচ্চারন গুলো ভালো ভাবে খেয়াল করুন(যদিও উচ্চারন সবগুলো সঠিক না)।তবে বেসিক ধারনার জন্য যথেষ্ট।২য় ৫দিনে বেসিক গ্রামার রিভাইস করুন(পার্টস অফ স্পিচ,ভার্ব, সেনটেন্স,টেন্স,প্রিপজিশন)।২০ টি করে শব্দ শেখার পরে সেটা প্রয়োজন অনুসারে বাড়ানোর চেষ্টা করুন।৩য় ৫ দিন ইংরেজী দেখুন এবং শুনুন মনোযোগ দিয়ে এবং বোঝার চেষ্টা করুন এবং নিজের মাথাটা কে একটা ইংলিশ টু বাংলা কনভারটার বানানোর চেষ্টা করুন।যা দেখবেন বা শুনবেন তা যেন সাথে সাথে যেন তা বাংলা রুপান্তর হতে পারে।মনে রাখবেন আপনি যত দ্রুত কনভার্ট করতে পারবেন তত দ্রুত আপনি ইংরেজীতে দখল বাড়তে থাকবে।সময়ের সাথে মুখস্ত ইংরেজী করা শব্দের সংখ্যা বাড়াতে থাকুন।টিভিতে বা লিসিনিং এ যে সকল বাক্য গুলো আপনার ভাল লাগে সেগুলো খাতায় নোট করুন এবং মনে রাখার চেষ্টা করুন।এবার ৪র্থ ৫ম দিনে আসবে আপনার বলার পালা। আপনার আগে বুঝতে হবে যে আপনি কি বলতে চান।মনে রাখবেন আপনি সব সময় সহজ গ্রামার ব্যবহার করে ছোট ছোট বাক্য তৈরী করবেন টেন্স ব্যবহার করে।টেন্স এ অবশ্যই আপনাকে ভাল দখল থাকতে হবে।সাথে সাথে গ্রামার এবং ইংরেজী শব্দের পরিমান সময়ের সাথে বাড়িয়ে নিন।বাসায় একা একা ইংরেজী বলার চেষ্টা করুন(বাসার মানুষ পাগল বলতে পারে বাট ডোনট কেয়ার)।নতুন শব্দ পেলে আলসেমী করে ফেলে রাখবেন না।ঝটপট ডিকশনারী থেকে পার্ট অফ স্পিচ সহ শিখে ফেলুন।মাথাটাকে একটা দক্ষ ইংলিশ টু ব্যাঙ্গলী এবং ব্যাঙ্গলী টু ইংলিশ কনভার্টর হিসেবে তৈরী করুন।দেখবেন ইংরেজী ইটস ঠু সিম্পল বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন..............................
গ্রামারের জন্য পিসি দাসের বইটি খুব ভাল ।
লিসিনিং এর জন্য যেকোন গল্পের এমপি থ্রি হলেই হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৫