অভিযোগ শুনে থানা কর্তৃপক্ষ বেশ অবাক হল।
লোকটিকে পুরো ঘটনা বিস্তারিত খুলে বলতে বলা হল।
লোকটি বলা শুরু করল "গতকাল অনুমানিক রাত আড়াইটার দিকে জানলার রড় কাটার শব্দে আমার ঘুম ভেংগে যায়। বুঝলাম, চোর জানলার রড় কাটছে। "
পুলিশ অফিসারঃ আপনি তখন কি করলেন?
লোকটি আবার বলা শুরু করল, ভাবলাম, দেখি চোর কি করে।
পুলিশ অফিসারঃ তারপর?
লোকঃ চোর জানলার বড় কেটে ঘরে ঢুকলো।
পুলিশ অফিসারঃ আপনি তখন কি করলেন?
লোকঃ ভাবলাম, দেখি চোর আর কি করে।
পুলিশ অফিসারঃ তারপর?
লোকঃ তারপর সে সিন্দুক ভেংগে টাকা পয়সা, সোনাদানা ব্যাগে ভরল।
পুলিশ অফিসারঃ আপনি তখন কি করলেন?
লোকটিঃ ভাবলাম, দেখি চোর কি করে।
পুলিশ অফিসারঃ তারপর?
লোকঃ তারপর সে আমার কাপড় চোপড় খুলে নিল।
পুলিশ অফিসারঃ আপনি তখন কি করলেন?
লোকটিঃ ভাবলাম, দেখি চোর কি করে।
পুলিশ অফিসারঃ তারপর?
লোকঃ তারপর সে আমার বঊ কে অজ্ঞান করল।
পুলিশ অফিসারঃ আপনি তখন কি করলেন?
লোকঃ ভাবলাম, দেখি চোর আর কি করে।
পুলিশ অফিসারঃ তারপর?
লোকঃ চোর আমার বঊ কে পাঁজরকোলা করে সামনের দরজা দিয়ে বের হয়ে গেল। স্যার কিছু করেন । আমার মান ইজ্জতের প্রশ্ন।
গল্পের লোক টা হলাম আমরা জনগণ। আর এই চোর কে বা কারা তা আমরা সবাই জানি।
** গল্পটা আমার মৌলিক গল্প না। ইউটিউবে গ্রীন চ্যানেলে মনির হায়দার নামে এক প্রবাসী বাংলাদেশি সাংবাদিকের কাছ থেকে শোনা।আমি নিজের মত করে লিখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২