ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে আমি একটা অ্যাড ফার্মে পার্টটাইম জব করতাম। একদিন স্টুডিওতে ঢুকে দেখি তানভীর ভাই একটা ইয়াং ফেস্ট এর স্টেজ ডিজাইন করছে। ব্যাকড্রপের নিচের দিকে অনেকগুলো অ্যাবসট্রাক্ট ইয়াং ফিগার, এর মধ্যে একটা ফিগার ছিলো ক্রিকেট ক্যাপ উল্টা করে মাথায় দিয়ে পিঠে হ্যাভারস্যাক ঝুলিয়ে হেটে চলা এক যুবকের। তানভীর ভাই ওইটা দেখিয়ে বললেন, ‘এইটা তোমাকে মনে করে এঁকেছি’। শুনে মনে নিশ্চয় কিছুটা ভালো লাগা জমেছিলো, আজও তাই ঘটনাটা মনে আছে।
পিঠের ওই ব্যাগ আমার ট্রেডমার্ক। স্মরণাতীত কাল থেকেই পিঠে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করা আমার অভ্যাস। পুরোনো বন্ধুরা দেখা হলেই বলে, ‘কি রে, এখনও ব্যাগ নিয়েই ঘুরিস?’ আমি তখন কিছুটা গর্ব আর কিছুটা লজ্জা মাখানো হাসি হাসতে থাকি। কারণ ওই ব্যাগ তখনও আমার সাথেই রয়েছে।
কিন্তু গতকাল ওই ব্যাগই 'কাল' হলো। এক চোর বাবা আমার পিঠে থাকা অবস্থাতেই আমার ব্যাগ সাফা করে দিয়েছে। এত কম সময়ের মধ্যে সে এই কম্ম করেছে যে আমি রীতিমত ইমপ্রেসড! আমার কপাল খারাপ যে ওই হাত সাফাইয়ের মধ্যে আমার যক্ষের ধন মোবাইল ফোনসেটটাও পড়ে গেছে।
ঘটনা হলো, গতকাল অফিস শেষে পুলিশ প্লাজার ওখান থেকে হাতিরঝিলের বোটে উঠলাম, রামপুরা যাবো। বোটে ওঠার পর ফোনে কিছু একটা দেখতে দেখতেই রামপুরা চলে আসলো, নামার সময় আমার সেই ব্যাগটা কোলের উপর থাকায় ফোনটা ব্যাগের পকেটে চালান করে দিয়ে ঘাড়ে ঝুলিয়ে নেমে গেলাম; যেহেতু রাস্তা পার হয়ে টেম্পুতে উঠে আবার ফোনটা বের করতে হবে।
এরপর যথারীতি রাস্তা পার হয়ে টেম্পুতে উঠার লাইনে দাঁড়ালাম, মাত্র ৩ থেকে ৫ মিনিটের মামলা। লাইনে দাঁড়িয়ে পিঠ থেকে ব্যাগ হাতে নিয়েই দেখি মামলা খতম, পয়সা হজম। সাথে আমার সাধের ফোনটাও। এমন কি ইয়ার ফোনটাও। এত কম সময়ে এত নিখুঁতভাবে কাজটা করেছে, পুরো স্যালুট ওই ব্যাটাকে। কিচ্ছুটি টের পেলাম না। আমাকে ডাকলো বাবা আর আমি হয়ে গেলাম হাবা!!।
তবে ওই চোর ব্যাটা যদি বুনো ওল হয়, আমি তবে বাঘা তেতুল। ইতোমধ্যেই ওই ফোনসেট র্যাবের সার্ভেইল্যল্স লিস্টে যুক্ত হয়ে গেছে। ফোন অন করলেই কপ করে গিয়ে ঘেটি ধরে নিয়ে আসা হবে...
আমার ফোনটা ছিলো স্যামসাং গ্যালাক্সি এস সেভেন। লন্ডনে থাকা এক বন্ধু এই ফোনটা আমাকে দিয়েছিলো বছর দেড়েক আগে। না হলে এই ফোন কেনার সাধ্যি আমার কোনোকালেই হতো না। সেই সুন্দর ফোনটা হারিয়ে এমনিতেই মন খারাপ, তার উপর কাল রাতে লন্ডনে তিথিকে ফোন দিয়ে বলতেই এমন এক ঝাড়ি দিলো যে দুঃখ আরেক ডিগ্রি বেড়ে গেল চড়চড় করে... আমার না কি স্মার্ট ফোন ব্যবহার করার যোগ্যতা নেই...
একবার খালি পেয়ে নি, ব্যাটারে, সব রাগ ঝাড়া হবে ওই চোরের পিঠে ‘এনশাল্লাহ’। এবারের সংগ্রাম.. .. ..
ছবি কৃতজ্ঞতা: www.jiyowoman.com
ফটোগ্রাফার: অনাবিষ্কৃত
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫