ব্যাপারটা তেমন কিছুইনা, সেবার বইগুলোর মলাট করা হয় প্রায়ই বিদেশী ফিল্ম থেকে ছবি নিয়ে, যেগুলোকে পাঠক প্রায়ই বইয়ে ভেতরের চরিত্রের সাথে মেলাতে চেষ্টা করেন (আমি করতাম)। অনেক সময়ই জানতে ইচ্ছে হত, এরা আসলে কারা, যেমন তিন গোয়েন্দার ভলিউমের ছবিগুলো দেখে। এই কৌতূহল থেকেই এই পোস্ট লেখা।এই তিনটি বইয়ে মলাটের সূত্র খুঁজে পেয়েছি। দেখা যাক কতখানি মেলেঃ
তিন গোয়েন্দা সিরিজের বইঃ নরকে হাজির (প্রকাশকালঃ ১৯৯৪, প্রচ্ছদ পরিকল্পনাঃ আলিম আজিজ)
মলাটটি দেখুনঃ
এবার দেখুন কোথা থেকে এল এই ছবিঃ

এটা একটা ওয়েস্টার্ন ফিল্ম, কেভিন কস্টনার, ডেনিস কোয়েইড,জিন হেকম্যান অভিনয় করেছেন।
নাম Wyatt Earp (1994).
http://en.wikipedia.org/wiki/Wyatt_Earp_(film)
http://www.imdb.com/title/tt0111756/
অনুবাদঃ দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ (প্রকাশকালঃ ২০০১, প্রচ্ছদঃ রণবীর আহমেদ বিপ্লব)
দেখুন এর মলাটঃ
এবার দেখুন কোথা থেকে এলঃ
Jane Eyre (1997, TV)
http://www.imdb.com/title/tt0119404/
কাহিনী একটু পালটে গেল আরকি।এখানে অভিনয় করেছেনঃ (ছবিতে যাদের দেখছেন)
Ciaran Hinds, Samantha Morton।
অনুবাদঃ লিটল উইমেন
এর মলাট ও ফিল্ম একই, অর্থাৎ লিটল উইমেন ফিল্ম থেকেই মলাটটি করা হয়েছেঃ
সূত্রঃ Little Women (1994)
Click This Link
http://www.imdb.com/title/tt0110367/

ছবিতে যাদের দেখছেনঃ
Susan Sarandon, Winona Ryder, Samantha Mathis, Claire Danis, প্রমুখ।