মানুষের জীবনে অসুস্থতা বা দূর্ঘটনা বলে কয়ে আসে না। কখনো কখনো প্রয়োজন হয় রক্তের। সে সময় আমরা কাছের মানুষটিকে বা প্রিয়জনকে বাঁচাতে খুঁজে বেড়াই নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষদের। কখনো কাউকে প্রয়োজনে কাছে পাই, আবার কখনো পাই না।
একবার নিজেকে সেই মানুষটির জায়গায় নিজেকে ভাবুন, যার প্রিয়জন শুধুমাত্র রক্তের অভাবে ধাবিত হচ্ছে মৃত্যুর দিকে। আমার-আপনার একটু সচেতনতা আর মহৎ দানই পারে, আল্লাহর ইচ্ছায় একটি সম্ভাবনাময় জীবনকে বাঁচাতে।
আমাদের রক্তকোষ ৪ মাস বেঁচে থাকে। প্রতি ৪ মাস পর রক্তকোষ নতুন করে অস্থিমজ্জা থেকে গঠিত হয়। তাই একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ প্রতি ৪ মাস পর পর রক্ত দান করতে পারেন। এতে রক্তদাতার তো কোনো ক্ষতি হয়ই না বরং নতুন রক্তকোষের সৃষ্টিতে দেহে অক্সিজেনযুক্ত তাজা রক্তের প্রবাহ বেড়ে যায়। এছাড়াও রক্তদান আমাদের আত্মিক ও মানষিক প্রশান্তি দান করে। তাই আমাদের প্রয়োজন সচেতন হয়ে ভয়কে দূরে সরিয়ে নিজে রক্তদান করা এবং অন্যকেও উৎসাহিত করা।
আসুন আমরা সামহোয়্যারইনব্লগ এ একটি রক্ত দাতার তালিকা তৈরি করে নিজে উপকৃত হই এবং অন্যকেও উপকৃত হতে সহায়তা করি।
দয়া করে মন্তব্যের ঘরে নিচের তথ্যগুলো পূরণ করে একটি রক্ত দাতার তালিকা তৈরি করি:
===============
নাম:
রক্তের গ্রুপ:
বর্তমান অবস্থান:
শেষ রক্ত দানের তারিখ:
ফোন/ মোবাইল নাম্বার:
ই-মেইল:
===============
উদাহরণ হিসেবে আমার তথ্য নিন্মরূপ:
===============
নাম: পাভেল হক
রক্তের গ্রুপ: ও (পজেটিভ)
বর্তমান অবস্থান: ঢাকা
শেষ রক্ত দানের তারিখ: ০৭/০১/২০১১
ফোন/ মোবাইল নাম্বার: ০১৮১৯৪৭৭২৫৩
ই-মেইল: [email protected]
===============
আল্লাহ আমাদের উত্তম কাজের প্রতিদান দান করুন।
বিঃদ্রঃ
১। সবার মতামত সাদরে গ্রহণ করা হবে।
২। আপুরা নিজেদের ফোন/ মোবাইল নাম্বার এর ব্যাপারে সচেতন থাকবেন।