কতো দিন আকাশ দেখি না
স্বচ্ছ নীল আকাশ,
মেঘলা নীল আকাশ
অথবা তারা ভরা রাতের আকাশ।
আজ আমি আকাশ দেখব।
কিন্তু এ কি!
আকাশ কি হারিয়েছে তার নীলাভ আভা?
কোথায় সেই স্বচ্ছ নীল আকাশ?
আবার যখন মেঘ করে আকাশে,
মনে হয় যেন সেই দানবীয় মেঘ
গ্রাস করতে চাইছে এই পৃথিবীকে।
কিংবা যখন গভীর নিঃস্তব্ধ রাতে
দেখি রাতের আকাশ,
বিস্ময়ে হতবাক হয়ে যাই,
পাই না খুঁজে চিরচেনা তারা।
কোথায় হারালো জানি না।
এই কি তবে আকাশের ধারা?
কখনো তাকে যায় চেনা
আবার কখনো সে অচেনা।