প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে’ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতা হানিফ হাইব্রিড নেতা। নতুন রাজনীতি করতে ঢাকায় এসেছেন। খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে? গায়ের চামড়া কারো থাকবে না। এমন ব্যবস্থা করা হবে হানিফ ঢাকা থেকে কুষ্টিয়ায় আর যেতে পারবে না।
আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কাযাৃলয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিশ্বজিৎ দাস হত্যকান্ড ধামাপাচা দেয়ার চেষ্টা করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে প্রধান আসামী করে মামলা করা হবে বলে জানান সাদেক হোসেন খোকা। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে জামায়াত-শিবির দমনে ছাত্রলীগ-যুবরীগকে মাঠে নামার নির্দেশ দেন। তখন আমরা বলেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রী আগুন নিয়ে খেলা করছেন। এর পরিণাম শুভ হবে না। আমাদের কথা সত্য প্রমাণিত হয়েছে। নিম্ন আয়ের মানুষ বিশ্বজিৎ দাসকে ছাত্রলীগের গুন্ডারা শত কাকুতি-মিনতি করা সত্বেও কুপিয়ে হত্যা করেছে। হত্যা করে এখন পুলিশকে ব্যবহার করে বলা হচ্ছে আসামী অজ্ঞাতনামা। তিনি বলেন, বিশ্বজিৎ দাস হত্যাকান্ড ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে এক নম্বর আসামী করে মামলা রুজু করা হবে। যেসব পুলিশ এই হত্যাকান্ড ধামাচাপা দেয়ার চেষ্টা করবে তাদেরকে আসামী করা হবে। সাদেক হোসেন খোকা পুলিশ সদস্যদের নীরব দর্শকের ভূমিকায় না থেকে আইনানুগভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, আপনারা আপানাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দেবেন না।View this link