আজ রাতে যদি থামিয়ে দিস আসলেই
সব লেন দেন
জীবনের ট্রেন ঝিক ঝিক ছুঁয়ে ফেলে প্ল্যাটফর্ম
শেষ স্টেশানের
যদি ভাবিস আসলেই লিখে ফেলবি
ডেথনোট
তীব্র বর্ষাপতন ও বায়ুচিত্রের সর্বশেষ সংকলন
এবঙ তোর কিছু অপ্রাপ্তি
যদি ভাবিস আর কোথাও কিছু নেই বাকি
সব খেলা সব গল্প ফুরিয়ে
সব পাখি ঘরে ফেরে যেমন
ফিরে যাবি
তবে অনুরোধ তোর ডেথনোটে
শেষ স্টেশানের কোনো এক দেয়ালে
কিংবা বর্ষাচিত্রের ভেতর
আমাকে দায়ী করে
লিখিস কিছু শব্দ, পাখিডানা ভেঙে যাওয়া গান
আমার জন্যে না হয় একটা মানুষ
আত্মহত্যা করে গেলো!