পথের রেখা মুছে ফেলে আলগোছে শিস
দিয়ে যাচ্ছো মোহনীয় অভিশাপ। কে তুমি?
অথচ আমার শৈশবচিত্রাবলি নিষ্কলঙ্ক ধানের
আল ধরে কুয়াশার ভেতর ঘুরে ফিরে
হঠাৎ আবিষ্কার করে ফেলা যৌবনের মতন!
পতনোন্মুখ গোড়ালিতে জমে গেছে ধসের বালিঝড়
আমি ভাঙিনি তবু ভেঙে পড়েছি অবলীলায়
কে তুমি ভাঙলে সান্নিধ্যের সব সরোবর?
পাতাদের পতন রেখে উড়ে গেলে পড়ে থাকে
অন্ধকার। হারানো হরিণীর ঘ্রাণ।
অহেতুক তবে কেন প্রতিশ্রুতি রোদবিকেলের!