কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সর্বাধিক সংখ্যক গান গাওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন। আর তারই স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার আশা ভোঁসলেকে এই স্বীকৃতি প্রদান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
৭৮ বছর বয়সী আশা ১৯৪৭ সাল থেকে ২০টিরও বেশি ভাষায় (ভারতীয়) প্রায় ১১ হাজার একক, দ্বৈত এবং সমবেত সঙ্গীতের রেকর্ডে কন্ঠ দিয়েছেন।
গিনেস সম্মান প্রাপ্তির প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত আশা বলেন, "আজকে নিজেকে সত্যিই বিশ্বস্বীকৃত শিল্পী মনে হচ্ছে। আমার দখলে সর্বাধিক সংখ্যক রেকর্ড (গান) আছে জেনেও আজ পর্যন্ত এই মুহূর্তটির জন্য মুখ খুলিনি।"
কিছুদিন আগে কোনো এক পত্রিকায় দেখলাম আমাদের এ.টি.এন শিল্পী শিল্পী ইভা রহমান (ডঃ মাহফুজুর রহমানের স্ত্রী) ও নাকি গিনেস রেকর্ড এ নাম লেখাবে।
সেই দিনের অপেক্ষায় থাকলাম।।
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১৮