নাম ফোন হলেও আপনি এটি দিয়ে শুধুমাত্র ব্লগিং করতে পারবেন। বাকি আকাজগুলো করার জন্য ব্যক্তিগত ফোন ব্যবহারের পরামর্শ দেওয়া গেল। আসুন দেখি সব শ্রেণীর ব্লগারদের জন্য এই "সামু ফোনে" কি আছে??
১. এই ফোন একজন ব্লগার সর্বোচ্চ ৪টি নিক দিয়ে ব্লগিং করতে পারবেন আপাতত। তবে ভবিষতে ১৬টি নিকের সুবিধা সহ "সামু ফোন -২" আসবে বলে জানা গেছে। একটি লগ অফ বাটন যুক্ত করা হয়েছে শুধু নিক পরিবর্তন করার জন্য।
২. কি-বোর্ডে বিজয় লে-আউট দেওয়ার পাশাপাশি "ভালো লাগলো" নামে আলাদা একটি বাটন যোগ করা হয়েছে। হা আপনি চাইলে কয়েকবার বাটটি চাপতে পারেন কিন্তু কাজ একবারই করবে।
৩. অলস ব্লগারদের জন্য কিছু রেডিমেট মন্তব্য রাখা হয়েছে। যেমন -
# পোস্ট ভালো লেগেছে ভাইয়া/আপু।
# কবিতা সুন্দর লাগলো। ভালো থাকুন।
# রম্য অসাধারন হয়েছে।
# বরাবরের মত চমৎকার হয়েছে। কিপ-ইট আপ।
এর ফলে উনারা পোস্ট না পড়েই মন্তব্য করতে পারবেন এবং মন্তব্য লিখার কষ্টও করতে হবে না।
৪. গালিবাজদের জন্য ইমোর পাশাপাশি কিছু গালিও যোগ করা হয়েছে। কম সময়ে কম কষ্টে গালি দেওয়ার জন্য। তবে সাধারণ ব্লগাররা এই সুবিধা পাবেন না।
৫. "সামু ফোনে" আছে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা। যে কোন সময় ছবি তুলে সাথে সাথে ছবিব্লগ পোস্ট করা যাবে। তবে ক্যামেরার মেগাপিক্সেলের হিসেবে একটু ভূল থাকতে পারে।
৬. লুল ব্লগারদের কথা মাথায় রেখে ফোনটিকে ওয়াটারপ্রুফ করা হয়েছে। অতি মাত্রায় লুল ফেলে কেউ যেন ফোনটি নষ্ট করতে না পারে সেজন্যই এ ব্যবস্থা।
৭. এই ফোনে একটি মাত্র গেম আছে। সেটি হল "টার্গেট হেড থ্রিডি"। একজন ব্যক্তিকে বেধে তার মাথায় পানি ভর্তি বেলুন নিক্ষেপ এই হল গেমটি। তবে গেমটির মজার অংশ হলো আপনি চাইলে ওই ব্যক্তির টি-শার্টে বিভিন্ন অপছন্দনীয় ব্লগারদের নাম লিখে দিতে পারেন যাতে মনে হবে ওই ব্লগারের মাথায়ই বেলুন মারছেন। গোপন সূত্রে জানা যায় ব্লগ মডারেটরা এক্ষেত্রেও কারচুপি করেছেন। টি-শার্টে সব নাম লিখলেও "মডু" শব্দটি লিখা যায়না।
এই প্রতিবেদকও "সামু ফোন" টিমের সাথে ছিলো কিন্তু মনের ভূলে দু'লাইনের একটি কবিতা বলায় তাকে বাদ দেওয়া হয়। কবিতাটি হলো -
"বানিয়ে সবাইকে মামু
আসলো ফোন সামু"