শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এমন সব কিছু দেখতে পাচ্ছি যা কোন দিন দেখবো বলে আশাও করি নি। শেখ হাসিনা এভাবে যে পালিয়ে যাবে এটাই যে আমি কোন দিন দেখব সেটাই ভাবতে পারি নাই। তারপর ধরেন জামাতের আমীর আওয়ামীলীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে । ব্যাপারটা একবার ভাবেন। জামাতের মত একটা দল, সেই কিনা আওয়ামীলীগকে সাধারণ ক্ষমা করছে। এমন দিনও আমাদের দেখতে হল! আপনি ভেবেছিলেন কোন দিন এমন কিছু দেখতে পাবেন?
তারপর আমাদের র্যাব বাহিনী বলল যে তারা নাকি শুরু থেকেই আন্দোলনকারীদের সাথেই ছিল !
এরপর কী দেখলাম পোলাপাইন বৈষম্য বিরোধী পরীক্ষার ফল চাচ্ছে । ফেল করা ছাত্রছাত্রীরা আন্দোলন করছে পাশ করিয়ে দেওয়ার জন্য ! এই জীবনে এমন কিছু দেখবেন বলে ভেবেছিলেন?
এরপর দেখলাম জামাতের হিন্দু শাখার আগমন ! এটা দেখার পরে আমার মনে হয়েছিলো যে জীবনে বুঝি আর কিছুই দেখা নেই । জামাত যখন হিন্দু শাখা খুলতে পেরেছে তখন জগতে সব কিছু সম্ভব !
তারপর আজকে আওয়ামীলীগের পেইজ থেকে এই পোস্ট শেয়ার দেওয়া হয়েছে । ভাবতে পারেন ব্যাপারটা ! আওয়ামীলীগ বলতেছে, বিনা মামলায় বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা মানবাধিকার লঙ্ঘন ! আওয়ামীলীগ এই কথা বলতেছে ! আওয়ামীলীগ !!
আর আমার দেখার কিছু নাই ।
খুদা হাফেজ ! ঘুমাইতে গেলাম !