গল্পঃ একটি রিক্সা ভ্রমনের পরিসমাপ্তি !
-এই ! মিরা....।
পরীবাগের ওভার ব্রীজ থেকে নামতে নামতে একটা ডাক দিতে দিতে আটকে গেলাম !
মীরা ততক্ষনে রিক্সায় উঠে গেছে । আরেকবার ডাকবো কি না বুঝতে পারলাম না !
পরে আর না ডাকার সিদ্ধান্ত নিলাম ! যদি আজকে মেয়েটি আমাকে চিনতে অস্বীকার করে !
তাহলে ?
আমার তো মনে হয় আমাকে হয় তো আজকে সে আমাকে চিনবেই না ! চেনার অবশ্য খুব একটা করনও নেই ! কেবল একটা দিন মীরার সাথে আমি কিছুটা সময় রিক্সায় করে পরীবাগ থেকে কাজীর গলি পর্যন্ত গিয়েছিলাম । ব্যস এই টুকুই !
গত পরশু দিনের কথা !
পরীবাগ ওভার ব্রীজ থেকে নেমে রিক্সার জন্য অপেক্ষা করছি । বেশ খানিকটা পথ পরিবাগ থেকে কাজীর গলি ! হেটে যাওয়া যায় তাতে বেশ খানিকটা সময় আর শ্রম খরচ হয় ! আমি এই জায়গাটুকু রিক্সা করেই যাওয়ার চেষ্টা করি ! কিন্তু মাঝে মাঝে রিক্সাওয়ালা গুলো বদ হয়ে যায় !
আমাদের অর্থনীতির খুব সহজ একটা থিউরী আছে । যোগান কম এবং চাহিদা বেশি থাকলে সেই জিনিসের দাম বেড়ে যাবে ! মাঝে মাঝে এখানে তেমনই হয়ে যায় ! রিক্সা আছে ৫ টা যাত্রী সংখ্যা ২০ জন ! এই সুযোগে রিক্সওয়ালাও নিজেদের ভাড়া বাড়িয়ে দিয়েছে !
৩০ টাকার রিক্সা ভাড়া ৭০ টাকার নিচে কিছুতে যাবে না !
আমার মত ছাপোষা মানুষের জন্য টাকা টা একটু বেশিই হয়ে যায় !
কি করব ভাবছিলাম ! তখনই মেয়েটাকে দেখতে পেলাম ! আমার মতই কয়েকটা রিক্সাওয়ালার কাছে গেল তারপর আমার মতই হতাশ হয়ে ফিরে এল ! শেষে আমার মত রাস্তার পাশে এসে দাড়ালো ! তাকিয়ে রইলো নতুন কোন রিক্সা আসে নাকি !
আমি খানকটা ইতস্থত করে মেয়েটির দিকে এগিয়ে গেলাম ! জানি না মেয়েটির কি বলবে কিন্তু একবার বলতে অসুবিধা নেই !
-হ্যালো ?
মেয়েটি আমার দিকে স্বাভাবিক ভাবেই তাকালো ! সাধারনত মেয়েরা এমন হয় না ! অপরিচিত ছেলেরা মেয়েদের সাথে কথা বলতে গেলে তারা খানিকটা বিরক্ত হয় কিংবা সন্দেহের চোখে তাকায় !
আমি বললাম
-আপনি কি কাজির গলি যাবেন ?
মেয়েটির এবার একটু অসহায় কন্ঠে বলল
-দেখুন না ! কেউ যেতে চাচ্ছে না ! ভাড়া ৩০ টাকা যারা যেতে চাচ্ছে ৭০ টাকা বলছে ! এখন বলুন তো ৭০ টাকা দিয়ে কি যাওয়া সম্ভব ? ভাবছি হেটে যবো !
-ইয়ে মানে আমিও কাজীর গলি যাবো ! একসাথে গেলে কিছুটা টাকা শেয়ার করে যাওয়া যেত ! যাবেন ?
মেয়েটি আমাকে এইবার পুরো মাথা থেকে পা পর্যন্ত দেখলো । মনে হল যেন একটু দেখে নিচ্ছে ! কিংবা আমার মতলব বুঝার চষ্টা করছে !
-যাওয়া যায় !
বাহ ! মেয়েটা এতো সহজে রাজি হয়ে যাবে ভাবিনি ! তবে আমার চেহারায় একটা ভালা পুলা ভালা পুলা ভাব আছে ! তাছাড়া মনে হচ্ছে মেয়েটার যাওয়ার একটা তাড়াহুড়া ভাব আছে !
-আচ্ছা তাহলে চলুন । যাওয়া যাক !
রিক্সা ডাকলাম ! ৬০ টাকায় ভাড়া ঠিক হল ! আমাদের রিক্সা ভ্রমন শুরু হল ! আমি একটু অস্বস্থি বোধ করলেও মেয়েটা দেখলাম বেশ স্বভাবিক তবে কিচুটা চিন্তিত মনে হল ! কিছু যেন একটা ভাবছে ! আমি যে তার পাশে বসে আছি এটা সে খুব একটা লক্ষ্য করছে বলে মনে হল না ! নিজের মনে কিছু একটা হিসেব করছে !
আমি একটু কাশি দিয়ে মেয়েটির দৃষ্টি আকর্ষনের চেষ্টা করলাম !
মেয়েটি আমার মনের ভাব খানিকটা বুঝতে পেরে বলল
-আপনি না থাকলে আজকে সারাটা পথ আমাকে হেটেই যেতে হত ! বলুন তো টিউশনী করে মাসে পাই তিন হাজার টাকা ৭০ টাকা ভাড়া দিয়ে কি যাওয়া মানায় ?
-আপনিও টিউশনী করেন ?
-আপনিও বুঝি ?
-হুম !
-কাজীর গলিতেই ?
-হুম !
-আমিও ওখানেই করি টিউশনি ! আচ্ছা আমি মীরা ! আপনি ?
আমি আমার নাম বললাম ! মেয়েটি খুব স্বাভাবিক ভাবেই আমার দিকে হাত বাড়িয়ে দিল !
এভাবেই মীরার সাথে আমার পরিচয় ! মাত্র সেদিন ! সপ্তাহে আমি যে দিন যেদিন টউশনীতে যাই মীরাও ঠিক সেই সেই দিন টিউশনীতে যায় !
আমি ডাক দিতে গিয়েও থেমে গেলাম !
নাহ ! যতই পরিচয় হোক না কেন আজকে মীরাকে ডাকা টা ঠিক মনে হল না ! বিশেষ করে যখন আজকে রিক্সার কোন সংকট নেই ! আজকে ৩০ টাকার ভাড়া রিক্সাওলারা ৩০ টাকাই যাচ্ছে !
-মামা যাইেবন না ?
-না ! আজকে যাবো না !
কেন গেলাম না ঠিক বলতে পারি না । কেবল যেতে মন চাইলো না একা একা ! ! পরীবাগের দিকে হাটা শুরু করে দিলাম ! হাটতে হাটতেই সেদিনের কথা চিন্তা করতে লাগলাম ।
ঢাকা শহরে একটা মেয়ের জন্য থাকা টা বেশ কষ্টকর ! বিশেষ করে মেয়েটা যদি কোন হোস্টেলে থাকে ! তার উপর টিউশনী করে মেয়েটাকে আয় রোজগার করতে হয় ! ঐ দিন মীরা অনেক কথাই বলল আমাকে ! যেন এই অল্প সময় টুকুতেই মীরার মনে কথা বলার একটা মানুষ খুজে পেয়েছে ! আমার কেন জানি মনে হল এই কোটি মানুষের শহরে ওর কথা বলার মানুষ যেন কেউ নেই মেয়েটার !
তবে একটু অবাক হয়েছিলাম যে একদিনের পরিচয়ে একটা মানুষের সাথে এতো কথা কিভাবে বলে !
-কি ব্যাপার গতকালকে আপনি যান নি টিউশনীতে ?
-কেন ?
-আপনার জন্য অপেক্ষা করছিলাম !
-সত্যি ?
আমি মীরার কথাটা ঠিক বিশ্বাস করতে পারলাম না ! মেয়েটা কি বলছে ?
আমার জন্য অপেক্ষা করছিল ? কেন ?
আমি খানিকটা অবাক হয়ে বললাম
-সত্যি আপনি অপেক্ষা করছিলেন ?
-হুম ! কিন্তু আপনি আসছেন না দেখে ভাবলাম আপনি আসবেন না তাই চলে গেলাম !
-আসলে ?
আমার ইতস্ততর দেখে বলল
-আপনি আমাকে দেখেছিলেন ?
-হুম !
-ডাকেন নি কেন ?
-সংকচ হচ্ছিল ! যদি কিছু মনে করেন তাই !
-কিছু মনে করলে কি সেদিন আপনার সাথে রিক্সায় চড়তাম ?
-তা অবশ্য ঠিক !
-আসলে ঐ দিন আপনি যখন ঐ দিন রিক্সা শেয়ার করে যাওয়ার কথা বললেন সেদিন কেন জানি মনে হল আপনার সাথে যাই ! আই মিন আপনাকে আমার ক্ষতিকারক মনে হয় নি ! অবশ্য আমি....
মীরা কথা শেষ করলো না !
-চলুন যাওয়া যাক !
এরপর থেকেই মীরার সাথে নিয়মিত রিক্সা করে যেতে লাগলাম ! আমার দেরী হলে ও আমার জন্য অপেক্ষা করতো কিংবা ও দেরি করলে আমি অপেক্ষা করতাম ! কেবল যাওয়ার সময়ও না আসার সময়ও আমরা একসাথে আসতে লাগলাম ! মীরা এই রিক্সা ভ্রমনের সময় অনেক কথা বলতো ! ওর কথা, ওর স্বপ্নের কথা ! ওর পরিবাবের কথা !
মীরা একাই ঢাকায় থাকে ! হোস্টেলে থাকে ! নিজের খরচ নিজেই চালায় ! ওর বাসার অবস্থা খুব বেশি ভাল না !
আমি আমার কথা বলতাম ! এভাবেই দিন ভালই যাচ্ছিল !
একদিন মীরার জন্য অপেক্ষা করছি কিন্তু মীরা এল না ! প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরেও ও যখন এল না বাধ্য হয়ে চলে গেলাম । পরদিনও একই অবস্থা ! তারপর দিন যখন মীরার সাথে দেখা হল ওর চোখের নীচে কেমন কালো একটা দাগ পরেছে ! মনে হচ্ছিল যেন ও ঠিক মত ঘুমায় নি !
-এ কি অবস্থা আপনার ?
মীরা কোন কথা বলল না ! ওকে নিয়ে রিক্সায় চড়লাম !
আজকে মীটাকে কেমন একটু নিশ্চুপ মনে হল ! কোন কথা বলল না !
যাওয়ার সময়ও মীরা একদম চুপ করেই রইলো ! পরিবাগে নেমে আমাদের পথ আলাদা হয়ে যায় ! আজকে নেমে আমাদের যখন আমাদের আলাদা হওয়ার সময় এল তখনই মীরা আমাকে বলল
-আজকের পরে আমাদের আর দেখা হবে না মনে হয় !
-কেন ?
-কোন কারন নেই ! আসলে আমি মনে হয় একটু বেশিই স্বপ্নই দেখে ফেলেছিলাম !
-মানে কি ?
-কোন মানে নেই ! আসলে আমি তোমার পাশে বসে রিক্সায় যাওয়াটা ডিজার্ভ করি না !
মীরা আমাকে আপনি থেকে তুমি বলা শুরু করলো কখন ও হয়তো নিজেই জানে না ! মীরা বলল
-গত দিন আমি আমার আসল পরিচয় পেয়ে গেছি ! যখন......
-যখন ?
-কিছু না ! কেবল তোমাকে বলি আমাকে যেমন দেখায় আমি তেমন না ! আমাকে খুব খারাপ কিছু কাজ করতে হয় বেঁছে থাকার জন্য ! যা শুনলে তোমার ভাল লাগবে না !
কেবল এই কথা টুকু বলেই মীরা চলে গেল ! একবারও পেছন ফিরে তাকালো না ! আমি কিছুই বুঝতে পারলাম না !
তরপর বেশ কিছু দিন মীরার কোন দেখা নেই ! ও মনে হয় টিউশনীটা ছেড়ে দিয়েছে ! আমার মন টা খারাপ লাগতো ! মনে হত মেয়েটার সাথে রিক্সায় চড়তে ভাল লাগতো ! এক সাথে সময়টা ভাল কাটতো !
আস্তে আস্তে ওর জন্য অপেক্ষা করা বন্ধ করে করে দিলাম ! কারো জন্য কোন কিচু থেমে থাকে না ! মীরার জন্য কিছু থেমে থাকলো না ! একা একাই আসতে লাগলাম ! হয়তো ওকে ভুলেই যেতাম যদি না আবার ওকে দেখতাম ! ওকে দেখে আমার খুশি হওয়ার কথা কিন্তু ওকে দেখার পর মনে হল হয়তো ওকে না দেখলেই ভাল হত !
সেদিন সকাল বেলা ক্লাসে যাবো বলে যেই না ফ্ল্যাট থেকে বের হয়েছি দেখি সামনের ফ্ল্যাট থেকে মীরা বের হচ্ছে ! আমাকে দেখে যেন ও ভুত দেখার মত চমকে উঠলো ! কিছুক্ষন বিমূর্ত হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো ! ওর নির্বাক চোখ আমার দিকে তাকিয়ে রইলো এক ভাবে !
আমি কিছু বলতে গিয়ে বলতে পারলাম না ! সেদিনের সেই কথার অর্থ টা আজকে বুঝতে পারলাম ! আমি কিছু বলতে যাবো মীরা আমাকে সেই সুযোগ দিলো না ! দ্রুত সিড়ি দিয়ে নেমে গেল নিচে ! আমি কেবল ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলাম ! ওর পিছু পিচু যেতে ইচ্ছা করলো না কেন জানি ! কেবল সেদিনের সেই কথা গুলো কানে বাজতে লাগলো !
বেঁচে থাকার জন্য মীরাকে খুব খারাপ কিছু কাজ করতে হয় ! খারাপ কিছু কাজ !
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন