কিছু কিছু হাসির ঘটনা খুব দীর্ঘস্থায়ী হয়। প্র্যাকটিক্যাল ঘটনা। শোনা কোন জোকের মেয়াদ এত লম্বা হয় না……
.
সেরকম একটা ঘটনা………..
.
জীবনের ক্রান্তিকালীন সময়ের কথা। যখন কোথায় যাব, কি খাব, কি করব—এই সব জটিল জটিল ভাবনা গুলো সব সময় মাথায় খেলা করত……
.
বাড়িতে গিয়েছি। গ্রামের সমবয়স্ক কেউ গ্রামে নাই তখন। দুপুরে খেয়ে-দেয়ে একা একা বিমর্ষ মনে হেটে বেড়াচ্ছি। এমন সময় এক বন্ধুর ফোনঃ
.
-কেমন আছ?
.
-ভাল
.
-ভুইল্লা গেছ, কোন খবর বার্তা নাই, দেখা সাক্ষাৎ নাই.....
.
শুনে তো আমার মেজাজ খিচিয়ে গেল। শালা আমি বাঁচিনা আমার জ্বালায়, সে আইছে খোজে-খবরের খোজ নিতে!
.
আমি একটু ক্ষেপে গিয়েই বললামঃ
.
-খোজ নাই বইল্লা তো আর কোনকিছু আটকাইয়া থাকে নাই, চাকরি পাইলা, আমাকে লাগে নাই, বিয়া করলা আমাকে ছাড়াই। তো আটকাইয়া আছেডা কি?
.
-না সব তো আর হইয়া যায় নাই, একটা জিনিষ এখনো বাকী………!
.
-কি আর বাকী?
.
-বাচ্চা হওয়াটা বাকী………….
.
কোন কিছু না বুঝেই আমি বলে ফেললামঃ
.
-তো সেইটার জন্য এখন আমাকে লাগবে নাকি?.........
.
- না মানে …………… খট করে ফোন টা কেটে গেল….
.
এর পর সকল রাগ-গোসা আর জটিল জটিল সব ভাবনা মাথা থেকে কেটে গিয়ে এত হাসি পাচ্ছিল, যে তা আর বলার মত নয়। সেই বেলাটা একা একাই বিদিক খুশিতে কেটেছিল……..
.
নিজের সেন্স অফ হিউমারের বলে ঘটানো সেই ঘটনা এখনও মাঝে মাঝে মনে পড়ে আর একা একাই খুব হাসি। প্রচন্ড চাপের ভিতর আছি, হঠাৎ সেই কথা মনে পড়ে গেল….. …. কিসের চাপ কিসের কি! …..সব ভুলে ঠোট ক্যালানো হাসি বেরিয়ে আসে……..
.
একা একাই দাঁত ক্যালানো ভ্যাক-ভ্যাক হাসি দেখে কেউ কেউ আবার বলে বসে, কিরে পাবনা যাইবি নাকি....
স্বল্পক্ষণের জন্য মুরগী মুরগী বোধ হলেও ভালো লাগে...
প্রসঙ্গতঃ উল্লেখ্য, কথাটা হঠাৎ ই বলে ফেলেছিলাম। এত উন্নত সদ্বুদ্ধি আমার কোন জনমেও ছিল না, এখনও নাই…….
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪