গতকাল রাতে গুগলে বিশ্বজুড়ে অপরাধের পরিসংখ্যান নিয়ে গবেষণা করছিলাম। হঠাৎই মাথায় এলো—“ভালো কাজের পরিসংখ্যান কি আছে?” যেমন, প্রতি বছর কত মানুষ রাস্তার ময়লা নিজের হাতে তুলে ফেলেছে? কতজন নিজের টাকায় কাউকে সাহায্য করেছে?
গুগলে সার্চ দিয়ে দেখলাম—না, এমন কিছুই নেই!
‘What is Good Work?’ – গুগলও নিরুত্তর।
তবুও হাল ছাড়িনি, খোঁজ করলাম ‘Honest Work’, ‘Ethical Action’ ইত্যাদি দিয়ে। ফলাফল একই—নীরবতা।
আমরা যেখানে প্রতিটি অপরাধের জন্য আইন, বিচার, পুলিশ এবং জেলখানা বানাই, সেখানে ভালো কাজের কোন রেজিস্ট্রি, গবেষণা বা মন্ত্রণালয় নেই!
আমরা প্রতিদিন ভালো কিছু দেখি—কেউ ডাস্টবিনে ময়লা ফেলছে, বাসে বসতে দিয়েছে বয়স্কদের, শিশুকে রাস্তা পার করিয়ে দিচ্ছে—কিন্তু কেউ তা ‘রেকর্ড’ করে না।
তখনই মাথায় এলো এক পাগলাটে ভাবনা—
“যদি ভালো কাজের জন্যও একটি মন্ত্রণালয় থাকতো?”
যেখানে থাকবে একজন ইন্সপেক্টর জেনারেল অব গুড ওয়ার্কস, যাঁর কাজ হবে সমাজের ভালো মানুষদের চিহ্নিত করা, তাঁদের ভালো কাজের তথ্য সংগ্রহ করা, এবং সরকারিভাবে তাঁদের পুরস্কৃত করা!
আইডিয়াঃ মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান